ঢাকা, জুন ২০, ২০১৮, ৬ আষাঢ় ১৪২৫
---
---
bbc24news.com
প্রথম পাতা » সম্পাদকীয় » বন্যা মানবিক বিপর্যয়ের দিকগুলোর গুরুত্ব দেয়া জরুরি?
সোমবার ● ১৪ আগস্ট ২০১৭, ৬ আষাঢ় ১৪২৫
Email this News Print Friendly Version

বন্যা মানবিক বিপর্যয়ের দিকগুলোর গুরুত্ব দেয়া জরুরি?

---বন্যাসহ যে কোনো দুর্যোগে সবার আগে মানবিক বিপর্যয়ের দিকগুলোর প্রতি গুরুত্ব দেয়া জরুরি। দুর্যোগকবলিত অসহায় মানুষ যাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য ও পানীয় পায়, সেদিকে বিশেষ যতœবান হওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়েও পূর্ণ প্রস্তুতি থাকা উচিত। মৌসুমি বায়ুর প্রভাবে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে অনেক নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) শনিবার সকালে যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে- দেশের ১৪টি নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। ভারতের গজলডোবা বাঁধের সব গেট খুলে দেয়ায় তিস্তা নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুতগতিতে পানি বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে তিস্তা ব্যারাজ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে মিঠাপানির প্রধান উৎস তিনটি নদ-নদী অববাহিকা। এগুলো হচ্ছে মেঘনা অববাহিকা, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকা ও গঙ্গা-পদ্মা অববাহিকা। এ তিনটি অববাহিকা যখন একসঙ্গে সক্রিয় হলে দেশে বড় বন্যা হয়ে থাকে। যেমনটা দেখা গেছে ১৯৯৮ বা ২০০৪ সালে। এ বছর একই পরিস্থিতির সৃষ্টি হলে মানুষের দুঃখ-দুর্দশার অন্ত থাকবে না, তা বলাইবাহুল্য। পানির প্রবল চাপে এরই মধ্যে নদী-তীরবর্তী বিভিন্ন অঞ্চলে ভাঙন বৃদ্ধি পেয়েছে এবং সেখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন বলে জানা গেছে।

বন্যার সময় দেশে ত্রাণসামগ্রী বিতরণের একটা রেওয়াজ গড়ে উঠলেও দেখা গেছে, এগুলো বন্যাকবলিত মানুষের জীবনে স্থায়ী কোনো প্রভাব ফেলে না। এ প্রেক্ষাপটে বন্যাকে স্থায়ীভাবে জয় করার উদ্যোগ নেয়া জরুরি। এজন্য নদ-নদীগুলোর নাব্য বাড়াতে হবে সর্বাগ্রে। কিছু মানুষের অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ড ও অদূরদর্শিতায় একসময়ের খরস্রোতা নদ-নদীগুলো আজ জীর্ণ-শীর্ণ অথবা মরণাপন্ন। এগুলোকে অবশ্যই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে হবে। অন্যদিকে আন্তর্জাতিক নদ-নদীগুলোর ব্যাপারে আমাদের অবস্থান ও দাবি আরও জোরালো করার লক্ষ্যে শক্ত কূটনৈতিক ভূমিকা গ্রহণ করা উচিত। বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ। উল্লেখযোগ্য নদীগুলোর উৎস দেশের ভূ-সীমানার বাইরে। অভিন্ন নদীগুলোর গতিপ্রবাহ স্বাভাবিক রাখার ব্যাপারে প্রতিবেশী দেশ, বিশেষ করে ভারত ও নেপালের সঙ্গে এমন গঠনমূলক উদ্যোগ নেয়া উচিত, যাতে তা কার্যকর ও ফলপ্রসূ হয়।
তাছাড়া বন্যা-পরবর্তী সংস্কার ও পুনর্বাসনের ব্যাপারেও এখন থেকেই পদক্ষেপ নিতে হবে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, স্লুইসগেট ইত্যাদির দ্রুত সংস্কার ও মেরামতসহ ক্ষেতের ফসল, গবাদিপশু ও ঘরবাড়ি হারানো মানুষের কাছে যতটা সম্ভব আর্থিক সহায়তার হাত প্রসারিত করা উচিত।


যখন বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করে তখন কোথায় ছিল আদালত?

দেশে বন্যা কবলিত মানুষের পাশে বিজিবি


এ বিভাগের আরো খবর...

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির মামলার প্রকৌশলীদের জামিন মঞ্জুর প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির মামলার প্রকৌশলীদের জামিন মঞ্জুর
কাঙ্খিত ফল পেতে হলে,ভেজালবিরোধী অভিযান চালু রাখতে হবে? কাঙ্খিত ফল পেতে হলে,ভেজালবিরোধী অভিযান চালু রাখতে হবে?
মাদকযুদ্ধে কেন হারবে বাংলাদেশ? মাদকযুদ্ধে কেন হারবে বাংলাদেশ?
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩ টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
ঈদযাত্রা নির্বিঘ্নে মহাসড়কে পদক্ষেপ নিন ঈদযাত্রা নির্বিঘ্নে মহাসড়কে পদক্ষেপ নিন
হাইকোর্টে ১৮ অতিরিক্ত বিচারক নিয়োগ হাইকোর্টে ১৮ অতিরিক্ত বিচারক নিয়োগ
বাংলাদেশে দু’কোটি মানুষ আর্সেনিকের ঝুঁকিতে? বাংলাদেশে দু’কোটি মানুষ আর্সেনিকের ঝুঁকিতে?
প্রধানমন্ত্রীকে ২০৪১সাল পর্যন্ত ভারতের পূর্ণ সমর্থনের কারন কি? প্রধানমন্ত্রীকে ২০৪১সাল পর্যন্ত ভারতের পূর্ণ সমর্থনের কারন কি?
‘মাদক ব্যবসার চেয়েও ক্রসফায়ার বড় অপরাধ? ‘মাদক ব্যবসার চেয়েও ক্রসফায়ার বড় অপরাধ?
অসহনীয় যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন? অসহনীয় যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন?

সর্বাধিক পঠিত

অভিবাসী শিশুদের সমালোচনার মুখোমুখি- ট্রাম্প অভিবাসী শিশুদের সমালোচনার মুখোমুখি- ট্রাম্প
শিগগিরই উ. কোরিয়া সফর করবেন- পম্পেও শিগগিরই উ. কোরিয়া সফর করবেন- পম্পেও
গাজীপুরে প্রধান নির্বাচন কমিশনার গাজীপুরে প্রধান নির্বাচন কমিশনার
মৌলভীবাজারে বিশুদ্ধ পানির জন্য হাহাকার! মৌলভীবাজারে বিশুদ্ধ পানির জন্য হাহাকার!
ময়মনসিংহে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ ময়মনসিংহে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
দর্শকের কান্না দেখে আমিও কেঁদেছি? দর্শকের কান্না দেখে আমিও কেঁদেছি?
মালয়েশিয়ার রেমিটেন্স প্রেরণে শীর্ষ অবস্থানে বাংলাদেশ মালয়েশিয়ার রেমিটেন্স প্রেরণে শীর্ষ অবস্থানে বাংলাদেশ
প্রচারণায় মুখরিত গাজীপুর নগরী প্রচারণায় মুখরিত গাজীপুর নগরী
আবারও কমলাপুরে রাজধানীমুখী মানুষের ভিড় আবারও কমলাপুরে রাজধানীমুখী মানুষের ভিড়
বছরে ৭ কোটি মানুষ শরণার্থী হচ্ছে-ইইএনএইচসিআর বছরে ৭ কোটি মানুষ শরণার্থী হচ্ছে-ইইএনএইচসিআর
প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির মামলার প্রকৌশলীদের জামিন মঞ্জুর
কাঙ্খিত ফল পেতে হলে,ভেজালবিরোধী অভিযান চালু রাখতে হবে?
মাদকযুদ্ধে কেন হারবে বাংলাদেশ?
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
ঈদযাত্রা নির্বিঘ্নে মহাসড়কে পদক্ষেপ নিন
হাইকোর্টে ১৮ অতিরিক্ত বিচারক নিয়োগ
বাংলাদেশে দু’কোটি মানুষ আর্সেনিকের ঝুঁকিতে?
প্রধানমন্ত্রীকে ২০৪১সাল পর্যন্ত ভারতের পূর্ণ সমর্থনের কারন কি?
‘মাদক ব্যবসার চেয়েও ক্রসফায়ার বড় অপরাধ?
অসহনীয় যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন?