জলবায়ু ও দখলের কারণেই নদীগুলো মৃত

বিবিসি২৪নিউজ,আর্ন্তজাতিক ডেস্ক:ভারতের মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগরে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে বিদেশে অর্থপাচারের জন্য অভিযুক্ত ব্যবসায়ীর ২৫০ একর জমি দখল করে নিয়ে তাতে চাষবাস শুরু করেছেন কৃষকরা।কৃষকরা পিএনবি দুর্নীতির জন্য প্রধান অভিযুক্ত হীরা ব্যবসায়ী নীরব মোদির জমি দখলে নিয়েছেন।কৃষকদের অভিযোগ, দুর্নীতিবাজ মোদি কারসাজি করে চাপের মুখে পানির দরে ওই জমি তাদের কাছ থেকে দখল করেছিলেন।আহমেদনগরে ওই ২৫০ একর জমি নিজেদের বলে দাবি করেছেন কৃষকরা।সংবাদ সংস্থা এএনআইকে এক কৃষক জানান, ‘নিজের প্রভাব খাটিয়ে জোর করে ওই জমি দখল করে নিয়েছিলেন নীরব মোদি।
এই জমির মালিক আমরাই। ব্যাংক নীরব মোদিকে কোটি কোটি টাকা দিয়েছে। কিন্তু আমরা জমির জন্য ১০ হাজার টাকার বেশি পাইনি। এর প্রতিবাদেই আমরা ভূমি আন্দোলন শুরু করেছি। গত সপ্তাহে বামপন্থীদের ডাকে কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন দাবিতে মহারাষ্ট্র বিধানসভা ঘেরাও করেন অন্তত ৫০ হাজার কৃষক।
বিজেপি সরকার চাপে পড়ে দাবি মেনে নিতে বাধ্য হয়। তাদের হারানো জমি দখল করে নিলেন কৃষকরা জোর করেই।