ঢাকা, জুলাই ১৯, ২০১৮, ৪ শ্রাবণ ১৪২৫
---
---
bbc24news.com
প্রথম পাতা » লাইফস্টাইল » জাস্টিন বিবারের সঙ্গে মডেল হেইলির বাগদান
মঙ্গলবার ● ১০ জুলাই ২০১৮, ৪ শ্রাবণ ১৪২৫
Email this News Print Friendly Version

জাস্টিন বিবারের সঙ্গে মডেল হেইলির বাগদান

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক:২৪ বছর বয়সী সুদর্শন এই গায়ক অনেক তরুণীর হৃদয়ের পুরুষ। তাঁর কাছাকাছি পৌঁছাতে না পারলেও কানাডার এই পপতারকাকে প্রেমিক ভাবতে ভালোবাসেন, এমন তরুণীর সংখ্যা নেহাত কম নয়। সেই তরুণীদের এখন হৃদয় ভেঙে যাওয়ার সময় এসেছে।পুরোনো বান্ধবী মার্কিন মডেল ২১ বছর বয়সী হেইলি ব্যাল্ডউইনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বিবার। মাঝে তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। বিবিসি আর সিএনএনের খবরে পপতারকা জাস্টিন বিবার ও হেইলি ব্যাল্ডউইনের বাগদানের তথ্য নিশ্চিত করা হয়েছে। বাহামা দ্বীপপুঞ্জের এক রিসোর্টে এই বাগদান পর্ব হয়। তাঁরা একে অন্যকে প্রস্তাব দেওয়ার আগে রেস্তোরাঁর কর্মীদের তাঁদের ফোন সরিয়ে নিতে বলেন বিবারের নিরাপত্তাকর্মীরা।

বিবারের প্রেমের আয়ু নিয়ে অবশ্য ভক্তকুলকে বেশ ব্যস্তই থাকতে হয়। কখন যে কার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আবার ভেঙে যায়, ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগে, এসব ভাবতে গিয়ে ভক্তদের নিশ্বাস ফেলার জো থাকে না। কণ্ঠশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের সঙ্গে বিচ্ছেদের পর গত বছর অক্টোবর মাসে তাঁরা আবার মিলে যান। এ নিয়েও গুঞ্জন-ফিসফাস কম হয়নি। তবে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে হেইলির কাছেই আবার হাজির হন বিবার।

এদিকে ছেলের বাগদানের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিবারের বাবা-মা। বিবারের বাবা জেরেমি ছেলের বাগদানে উচ্ছ্বাস প্রকাশ করে ইনস্টাগ্রামে ছেলের ছবি পোস্ট করে বলেছেন, ‘পরের অধ্যায়ের জন্য উন্মুখ হয়ে আছি।’ মা প্যাটি মালেটিও আনন্দ প্রকাশে পিছিয়ে থাকেননি। তিনি টুইটারে ‘ভালোবাসা’ শব্দটি একাধিকার লিখে এই বাগদানে সম্মতি প্রকাশ করেছেন।বাবার কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন হেইলিও। হেইলি মার্কিন তারকা অভিনেতা ও চিত্র প্রযোজক স্টিফেন ব্যাল্ডউইনের মেয়ে। ‘বর্ন অন দ্য ফোর্থ অব দ্য জুলাই’, ‘দ্য ইউজ্যুয়াল সাসপেক্ট’ ও ‘দ্য ফ্লিন্টস্টোনস ইন ভিভা রক ভেগাস’-এর মতো চলচ্চিত্রে স্টিফেন অভিনয় করেছেন। হেইলি আরেক তারকা অভিনেতা অ্যালেক ব্যাল্ডউইনের ভাতিজি। ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ ছাড়াও টিভি সিরিজ ‘থার্টি রক’ ও ‘স্যাটারডে নাইট লাইভ’-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেজে শো করার কারণে অ্যালেক বেশি পরিচিত।

এদিকে এই বাগদানের খবর প্রচারের পর অভিনন্দনের পাশাপাশি ভক্তদের হৃদয় ভাঙা বার্তায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম।

হানা নামের এক ভক্ত টুইটারে লিখেছেন, ‘জাস্টিন বিবার ও হেইলি ব্যাল্ডউইনের বাগদান হয়েছে। জীবনে আমি এত দুঃখ কখনো পাইনি…তিনি (হেইলি) প্রতিটি গানের প্রতিটি শব্দ জানেন? তিনি কখনো তাঁর (বিবার) কনসার্টে কখনো নিজে থেকে গিয়েছেন? তিনি সব সময় বেগুনি রঙের পোশাক পরেছেন, কারণ তাঁর (বিবার) প্রিয় রং বেগুনি? তিনি কখনো তা দেখেছেন? কখনোই না কখনো না।


ফিটনেসের রহস্য কী?

রোহিঙ্গাদের জমিতে স্থাপিত বৌদ্ধগ্রাম উচ্ছেদ


এ বিভাগের আরো খবর...

শ্রী রেড্ডিকে হত্যার হুমকি! শ্রী রেড্ডিকে হত্যার হুমকি!
৩৫-এ পা দিলেন ক্যাটরিনা কাইফ। ৩৫-এ পা দিলেন ক্যাটরিনা কাইফ।
সানি লিওনের বায়োপিকে ‘কউর’ সানি লিওনের বায়োপিকে ‘কউর’
‘অশ্লীল’ কথার গানে রাগান্বিত ঐশ্বরিয়া! ‘অশ্লীল’ কথার গানে রাগান্বিত ঐশ্বরিয়া!
ফাইনালে অমিতাভ ও অভিষেক ফাইনালে অমিতাভ ও অভিষেক
নিক-প্রিয়ঙ্কা সম্পর্কে সিলমোহর! নিক-প্রিয়ঙ্কা সম্পর্কে সিলমোহর!
বিয়ে করলেন মিঠুন চক্রবর্তীর ছেলে বিয়ে করলেন মিঠুন চক্রবর্তীর ছেলে
জাস্টিন বিবারের সঙ্গে মডেল হেইলির বাগদান জাস্টিন বিবারের সঙ্গে মডেল হেইলির বাগদান
জাহ্নবীর ব্যাগের এত দাম! জাহ্নবীর ব্যাগের এত দাম!
আলিয়ার  বাসায় ধরা পড়ে গেলেন রণবীর! আলিয়ার বাসায় ধরা পড়ে গেলেন রণবীর!

সর্বাধিক পঠিত

মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প শোনাল থাই কিশোররা মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প শোনাল থাই কিশোররা
জাপান-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর জাপান-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর
ট্রাম্পের সমালোচনা করতে চাইছে - হোয়াইট হাউস ট্রাম্পের সমালোচনা করতে চাইছে - হোয়াইট হাউস
দুদকের অভিযানে সিভিল সার্জনের ঘুষের ‘প্রমাণ’ দাবি দুদকের অভিযানে সিভিল সার্জনের ঘুষের ‘প্রমাণ’ দাবি
রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত জাতিতে পরিণত হতে যাচ্ছে- জাতিসংঘ রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত জাতিতে পরিণত হতে যাচ্ছে- জাতিসংঘ
আমেরিকার মূল টার্গেট হচ্ছে ইয়েমেনে আধিপত্য প্রতিষ্ঠা করা আমেরিকার মূল টার্গেট হচ্ছে ইয়েমেনে আধিপত্য প্রতিষ্ঠা করা
ভূমি মন্ত্রণালয়ের অফিসগুলো দুর্নীতির আখড়া! ভূমি মন্ত্রণালয়ের অফিসগুলো দুর্নীতির আখড়া!
ইরানে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন- ট্রাম্প ইরানে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন- ট্রাম্প
তিন তালাক ফতোয়া: ইসলাম থেকে বের করার অধিকার কারও নেই তিন তালাক ফতোয়া: ইসলাম থেকে বের করার অধিকার কারও নেই
গুগলের ৫শ’ কোটি ডলার জরিমানা! গুগলের ৫শ’ কোটি ডলার জরিমানা!
ভূমি মন্ত্রণালয়ের অফিসগুলো দুর্নীতির আখড়া!
রোহিঙ্গাদের সুরক্ষায় বিশ্ব সম্প্রদায় ব্যর্থ হয়েছে-গুতেরেস
শিশু মৃত্যু দায়ী চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন?
প্রকল্প বাস্তবায়নে-দুর্নীতির দিকে নজর দিন?
মানি লন্ডারিং প্রতিরোধ আইন- আমলে নিন?
আর্জেন্টিনা ১-০ নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ০-০ আইসল্যান্ড
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কূটনীতিকে কোন পথে নিয়ে যাচ্ছেন?
প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির মামলার প্রকৌশলীদের জামিন মঞ্জুর
কাঙ্খিত ফল পেতে হলে,ভেজালবিরোধী অভিযান চালু রাখতে হবে?
মাদকযুদ্ধে কেন হারবে বাংলাদেশ?