বুধবার, ৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভূমধ্যসাগরে অবৈধভাবে ইউরোপ অভিবাসনপ্রত্যাশীদের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ
ভূমধ্যসাগরে অবৈধভাবে ইউরোপ অভিবাসনপ্রত্যাশীদের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ ভূমধ্যসাগরে অবৈধভাবে পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীদের তালিকায় এবারও দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) ওয়েবসাইটে গত সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইতালিতে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ২৮ শতাংশই তিউনিসিয়ার নাগরিক। এরপরই বাংলাদেশিদের অবস্থান, ১৩ শতাংশ।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের প্রথম আট মাসেও অবৈধভাবে ইতালিতে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের তালিকার ১ ও ২ নম্বরে ছিল যথাক্রমে তিউনিসিয়া ও বাংলাদেশ। গত বছর এ হার ছিল যথাক্রমে ৪১ ও ১৬ শতাংশ।
এবারের তালিকায় ইতালিতে অভিবাসনপ্রত্যাশী শীর্ষ ১০ দেশের মধ্যে তিউনিসিয়া ও বাংলাদেশ ছাড়াও আছে মিসর, আইভরি কোস্ট, ইরান, গিনি, ইরিত্রিয়া, মরক্কো, সুদান ও ইরাক।
ইউএনএইচসিআর জানায়, চলতি বছরের প্রথম ৮ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৪৬ হাজার ৮৫০ জন ইতালিতে পৌঁছেছেন। গত বছরের একই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ২৪ হাজার ১৫৮। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ইতালি পাড়ি দেওয়া মানুষের হার ৯৪ শতাংশ বেড়েছে। তাঁদের মধ্যে লিবিয়া থেকে ১৯ হাজার ৭৮৩ জন এবং তিউনিসিয়া থেকে গেছেন ১৭ হাজার ৫৮৪ জন।লিবিয়ায় আটকদের মধ্যে আছেন বাংলাদেশিও
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ অভিমুখী অভিবাসী ও শরণার্থীর ঢল ঠেকাতে লিবিয়া অভিযান জোরদার করেছে। দেশটির কোস্টগার্ড গত রোববার পাঁচ শতাধিক যাত্রীবোঝাই একটি কাঠের নৌকা সাগরে আটক করেছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে, ওই নৌকার যাত্রীদের মধ্যে বাংলাদেশ, সুদান, সোমালিয়া ও সিরিয়ার নাগরিক রয়েছেন।




মস্কোতে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭
ইতালি থেকে জঙ্গি বিমান কিনতে সম্মতিপত্র সই বাংলাদেশের
মদ বিক্রির অনুমতি দিল সৌদি সরকার
ভারতে আবারও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর সুনামির আঘাত
বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে: সারাহ কুক
ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: জয়শঙ্কর
যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত
দিল্লিতে মোদি-পুতিন বৈঠক, ভারত-রাশিয়া কি চুক্তি হয়েছে?
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে আর ৩০টির দেশ 