শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজায় ২ হাজার পাউন্ডের ৫ শতাধিক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল
গাজায় ২ হাজার পাউন্ডের ৫ শতাধিক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজায় অতিকায় বোমা দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব বোমার কোনোটির ওজন দুই হাজার পাউন্ড। এমন প্রায় পাঁচ শতাধিক অতিকায় বোমা দিয়ে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণহানি যেমন বেশি হচ্ছে তেমনি ধ্বংসযজ্ঞ হচ্ছে বড় ধরনের। ইসরায়েল এমন শত শত বোমা গাজায় ছুড়েছে।
সমরবিদেরা বলছেন, এসব বোমা যেখানে আঘাত হানে তার আশপাশে এক হাজার ফুটের বেশি দূরত্বে থাকা লোকজনেরও প্রাণহানি নয়তো আহত হওয়ার ঘটে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান ‘সিনথেটাইক’ যৌথভাবে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে।
সিএনএন বলছে, গাজায় বোমার আঘাতে হওয়া পাঁচ শতাধিক গর্ত দেখা গেছে ছবিতে, যেগুলোর পরিধি ৪০ ফুটের বেশি।
সামরিক বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের ছোড়া দুই হাজার পাউন্ডের বেশি ওজনের বোমার আঘাতে এসব গর্ত তৈরি হয়েছে।ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী যেসব বোমা ব্যবহার করেছিল, তার চেয়ে এই বোমা আরও ধ্বংসাত্মক বলে মত সামরিক বিশ্লেষকদের।
গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রতিদিন যে বহু প্রাণহানি হচ্ছে তার পেছনে ইসরায়েলের ছোড়া এই অতিকায় বোমা হামলার মিল খুঁজে পাচ্ছেন তাঁরা।
এদিকে আজ দুপুরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩৯০ জন নিহত হয়েছেন।
এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজার ৫৭ জন নিহত ও ৫৩ হাজার ৩২০ জন আহত হয়েছেন।




ইতালি থেকে জঙ্গি বিমান কিনতে সম্মতিপত্র সই বাংলাদেশের
মদ বিক্রির অনুমতি দিল সৌদি সরকার
ভারতে আবারও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর সুনামির আঘাত
বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে: সারাহ কুক
ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: জয়শঙ্কর
যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত
দিল্লিতে মোদি-পুতিন বৈঠক, ভারত-রাশিয়া কি চুক্তি হয়েছে?
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে আর ৩০টির দেশ
ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প 