বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ২০ বছর ধরে ইরানে সরকার উৎখাতের চেষ্টা ব্যর্থ, ওয়াশিংটন
২০ বছর ধরে ইরানে সরকার উৎখাতের চেষ্টা ব্যর্থ, ওয়াশিংটন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্রকাশ্যে স্বীকার করেছেন, গত দুই দশক ধরে ওয়াশিংটন ইরানে সরকার পরিবর্তনের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তবে ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বকে উৎখাতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেন তিনি।
স্থানীয় সময় বুধবার (১৯ ডিসেম্বর) নিউ ইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনসে ব্লিনকেনকে প্রশ্ন করা হয়, ইরানে সরকার পরিবর্তনের নীতি যুক্তরাষ্ট্রের গ্রহণ করা উচিত কি না।
জবাবে ব্লিংকেন বলেন, আমি মনে করি আমরা যদি গত ২০ বছরের দিকে তাকাই, তাহলে দেখব সরকার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের পরীক্ষা-নিরীক্ষাগুলো মোটেও ভালো সাফল্য পায়নি।
ওয়াশিংটন ইরানের সমাজেও নানা আলোড়ন সৃষ্টির করার চেষ্টা করেছে বলেও স্বীকার করেন ব্লিংকেন। তিনি বলেন, তবে বাইরে থেকে এটা করা সত্যিই কঠিন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে আমাদের সামর্থ্যের সর্বোত্তম দিয়ে চেষ্টা করেছি। যেমন- ইরানের অভ্যন্তরে যারা দেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যত চায়, তাদের আরও ক্ষমতায়িত করা- যোগাযোগ করতে সক্ষম করা, উঠে দাঁড়াতে সক্ষম করা।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে বলেও ইঙ্গিত দিয়ে ব্লিঙ্কেন। তিনি বলেন, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বোমা বানানো থেকে বিরত রাখতে তেহরানের সঙ্গে আলোচনা করতে হবে।




ওয়াশিংটনে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আন্ডার সেক্রেটারি জরুরি বৈঠক
প্রতিশ্রুত অর্থ দিতে ট্রাম্প আইনত বাধ্য: জাতিসংঘ
আটলান্টিকে দুটি তেলের জাহাজ আটকালো অ্যামেরিকা
মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশ, লাগবে সাড়ে ১৮ লাখ টাকা পর্যন্ত
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোকে আটক ‘সবকিছুই তেলের জন্য’
হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মেয়র মামদানি
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে তুলে নেওয়ার নিন্দায় রাশিয়াসহ বিশ্বের অনেক দেশ
ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো’- ট্রাম্প
ভেনেজুয়েলায় ‘মার্কিন বাহিনীর ভয়াবহ হামলা’, জরুরি অবস্থা জারি
ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প 