রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | স্বাস্থ্যকথা » বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুনরায় যোগ দেয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুনরায় যোগ দেয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পুনরায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে যোগদানের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসার কথা জানিয়েছিলেন ট্রাম্প। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, কোভিড-১৯ মহামারী এবং বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ভুল ব্যবস্থানার অভিযোগ এনে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সরিয়ে নেয়ার পক্ষে যুক্তি দেন ট্রাম্প। তবে এখন তিনি সুর কিছুটা নমনীয় করেছেন। বলছেন, ডব্লিউএইচও-এর সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করবেন তিনি।
লাস ভেগাসে এক সমাবেশে ট্রাম্প বলেন, হয়তো আমরা পুনরায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার কথা ভাববো। ২০২৬ সালের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচও ত্যাগ করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেই এমন ঘোষণা দেন ট্রাম্প।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সরে দাঁড়ালে আর্থিক দিকে দিয়ে কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেননা তাদের মোট তহবিলের প্রায় ১৮ শতাংশ অর্থ সহয়তা দেয় যুক্তরাষ্ট্র। ২০২৪ এবং ২০২৫ সালের জন্য ডব্লিউএইচও’র বাজেট হচ্ছে ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। বৃহৎ জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও চীনের চেয়ে যুক্তরাষ্ট্রকে বেশি তহবিল প্রদান করতে হয়ে বলে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ট্রাম্প।




আবারও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা
বাংলাদেশ রোহিঙ্গাদের পেছনে আর অর্থ খরচ করতে চাই না: ড. খলিলুর
গাজা নিয়ে ‘যৌথ সমাধান আসছে: ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান
বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ ‘অকার্যকর, ইউক্রেন যুদ্ধের ‘প্রধান অর্থদাতা’ চীন-ভারত: জাতিসংঘে ট্রাম্প
জাতিসংঘে গাজায় নির্যাতিত ও ক্ষুধার্তদের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান
জাতিসংঘে যুক্তরাষ্ট্র ছাড়া,বাকি সব রাষ্ট্রের ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান
সাতটি নোবেল পুরস্কার দাবি ট্রাম্পের
যুক্তরাজ্যে ট্রাম্পের নানার বাড়িতে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প
কাতারে ইসরায়েলের হামলায় ‘খুশি নন: ট্রাম্প 