শিরোনাম:
●   ট্রাম্প-পুতিনের ফোনালাপে যে আলোচনা হয়েছে! ●   সংখ্যালঘুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক’ :মার্কিন সিনেটরকে ড. ইউনূস ●   শ্রমিকনেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলার অধিকাংশই বাতিল: শ্রম উপদেষ্টা ●   শেখ হাসিনার স্বার্থসংশ্লিষ্ট ৩১ ব্যাংক হিসাবে ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ ●   এবার ঈদে লম্বা ছুটি ১১ দিন ●   তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর : অন্তর্বর্তী সরকারের বিবৃতি ●   ট্রাম্পের সঙ্গে পরামর্শেই গাজায় ব্যাপক হামলা: হোয়াইট হাউস ●   গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জন ●   বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর যা বললেন ●   ভারতে হিন্দুত্ববাদের টার্গেট সম্রাট আওরঙ্গজেবের মাজার
ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

BBC24 News
বুধবার, ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে ট্রেন হাইজ্যাক: জিম্মি উদ্ধারে ৩০ সেনা নিহত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে ট্রেন হাইজ্যাক: জিম্মি উদ্ধারে ৩০ সেনা নিহত
৮২ বার পঠিত
বুধবার, ১২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানে ট্রেন হাইজ্যাক: জিম্মি উদ্ধারে ৩০ সেনা নিহত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় জিম্মি হওয়া সব যাত্রীকে মুক্ত করা হয়েছে। তবে এই হামলায় ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে জাফর এক্সপ্রেস ট্রেনটি হাইজ্যাক করে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এই ঘটনায় ৪৫০ জনের বেশি যাত্রী জিম্মি হয়েছিলেন।

পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বুধবার নিশ্চিত করেছেন যে, সন্ত্রাসীদের হাত থেকে সব যাত্রীকে মুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘৩৩ জন সন্ত্রাসীকে মেরে ফেলা হয়েছে। অভিযানে চার ফ্রন্টিয়ার কর্পস সদস্য শাহাদাতবরণ করেছেন।’

ঘটনার বিস্তারিত তুলে ধরে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, সন্ত্রাসীরা ১১ মার্চ বোলানে একটি রেললাইনকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালায়, জাফর এক্সপ্রেস থামিয়ে যাত্রীদের জিম্মি করে। তিনি বলেন, সন্ত্রাসীরা জিম্মিদের, যার মধ্যে নারী ও শিশুরাও ছিল, মানবঢাল হিসেবে ব্যবহার করে।

তিনি আরও জানান, হামলাকারীরা জিম্মিদের বিভিন্ন দলে ভাগ করে রাখে এবং তাদের মধ্যে আত্মঘাতী হামলাকারীদের বসিয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর স্নাইপাররা আত্মঘাতী হামলাকারীদের নিষ্ক্রিয় করে।

ডিজি আইএসপিআর নিশ্চিত করেছেন যে, সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করছিল।

এক সেনা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, অভিযানের ৩৪৬ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে এবং ৩০ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। ট্রেনে থাকা ছুটিকালীন ২৭ জন সেনাকে সন্ত্রাসীরা হত্যা করেছে এবং অভিযানের সময় আরও একজন সেনা নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেলুচিস্তানের বোলান জেলায় জাফর এক্সপ্রেস ট্রেনটি হাইজ্যাক করা হয়। বিএলএ এই হামলের দায় স্বীকার করে এবং ট্র্যাকে বিস্ফোরণ ও গানম্যানদের ট্রেনে হামলার একটি ভিডিও প্রকাশ করে। গোষ্ঠীটি দাবি করে, তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিনিময়ে তাদের জেলবন্দি সদস্যদের মুক্তি চায়।

এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় মিডিয়া জানায়, উদ্ধার অভিযান এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ পর্যন্ত ১৯০ জন যাত্রীকে মুক্ত করা হয়েছে এবং ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তবে এখনও কিছু সন্ত্রাসী সক্রিয় রয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযান চলছে।

রেলওয়ে মন্ত্রী বিলাল আজহার কায়ানি জিও নিউজকে বলেন, অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি যাতে প্রাণহানি কম হয়। দুর্ভাগ্যবশত, সন্ত্রাসীদের হামলায় কিছু লোক নিহত হয়েছেন, তবে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সূত্রমতে, সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ রেখেছে। তারা নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে এবং আত্মঘাতী বোমা পরা সন্ত্রাসীরা যাত্রীদের পাশে অবস্থান করছে। এই কারণে উদ্ধার অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বক্তব্যে এই হামলার নিন্দা জানান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এই ভীরুতাপূর্ণ হামলা পাকিস্তানের শান্তির সংকল্পকে নড়াতে পারবে না। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি প্রাদেশিক পরিষদে এই হামলার নিন্দা জানান এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন, যারা রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা চালায়, তাদের বিরুদ্ধে রাষ্ট্র কঠোর শাস্তি দেবে।



এ পাতার আরও খবর

ট্রাম্প-পুতিনের ফোনালাপে যে আলোচনা হয়েছে! ট্রাম্প-পুতিনের ফোনালাপে যে আলোচনা হয়েছে!
সংখ্যালঘুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক’ :মার্কিন সিনেটরকে ড. ইউনূস সংখ্যালঘুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক’ :মার্কিন সিনেটরকে ড. ইউনূস
শ্রমিকনেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলার অধিকাংশই বাতিল: শ্রম উপদেষ্টা শ্রমিকনেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলার অধিকাংশই বাতিল: শ্রম উপদেষ্টা
ট্রাম্পের সঙ্গে পরামর্শেই গাজায় ব্যাপক হামলা: হোয়াইট হাউস ট্রাম্পের সঙ্গে পরামর্শেই গাজায় ব্যাপক হামলা: হোয়াইট হাউস
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জন গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জন
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর যা বললেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর যা বললেন
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা প্রধান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা প্রধান
যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে কোটি প্রাণ ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে কোটি প্রাণ ঝুঁকিতে
ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চলছে, নিহত বেড়ে ৫৩ ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চলছে, নিহত বেড়ে ৫৩
রাশিয়াকে অস্ত্র বিরতি প্রস্তাব মানার আহবান জি-সেভেনের, নইলে নিষেধাজ্ঞা আরোপ রাশিয়াকে অস্ত্র বিরতি প্রস্তাব মানার আহবান জি-সেভেনের, নইলে নিষেধাজ্ঞা আরোপ

আর্কাইভ

ট্রাম্প-পুতিনের ফোনালাপে যে আলোচনা হয়েছে!
শ্রমিকনেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলার অধিকাংশই বাতিল: শ্রম উপদেষ্টা
শেখ হাসিনার স্বার্থসংশ্লিষ্ট ৩১ ব্যাংক হিসাবে ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ
এবার ঈদে লম্বা ছুটি ১১ দিন
তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর : অন্তর্বর্তী সরকারের বিবৃতি
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জন
ভারতে হিন্দুত্ববাদের টার্গেট সম্রাট আওরঙ্গজেবের মাজার
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া: পররাষ্ট্র উপদেষ্টা
ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চলছে, নিহত বেড়ে ৫৩
স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার বিষয়টি নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং