মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের ওপর আরও উচ্চতর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের ওপর আরও উচ্চতর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শুল্ক স্থগিতের কথা ভাবছেন না। তবে তিনি দেশগুলোর সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত বলেও ইঙ্গিত দিয়েছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় তাকে শুল্ক স্থগিত করার সম্ভাব্য স্থগিতাদেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘আমরা তা ভাবছি না। ’
তিনি বলেন, ‘অনেক দেশ আমাদের সঙ্গে চুক্তি করতে আসছে এবং তারা ন্যায্য চুক্তি করবে এবং কিছু ক্ষেত্রে, তারা উল্লেখযোগ্য শুল্ক প্রদান করবে। ন্যায্য চুক্তি হবে। ’
গত বুধবার, ট্রাম্প সমস্ত আমদানির ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এছাড়া চীন এবং ইউরোপীয় ইউনিয়নসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের ওপর আরও উচ্চতর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণাও দেন।
তিনি সাংবাদিকদের জানান, তিনি সোমবার সকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে কথা বলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি একটা কথা বলেছি। তোমাদের দেশকে উন্মুক্ত করতে হবে, কারণ আমরা জাপানে কোনো গাড়ি বিক্রি করি না বরং তারা আমাদের দেশে লক্ষ লক্ষ গাড়ি বিক্রি করে। ’
ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘কার্যত প্রতিটি দেশই আমেরিকার সঙ্গে আলোচনা করতে চায়, যার মধ্যে ইসরাইলও রয়েছে, যাদের পণ্যের ওপর ১৭ শতাংশ মার্কিন শুল্কারোপের সম্মুখীন। ’
তিনি বলেন, ‘আমেরিকা হয়তো ইসরাইলের ওপর শুল্ক কমাবে না। ’
তিনি আরও বলেন, ‘আমরা একটি সম্পূর্ণ নতুন বাণিজ্যের কথা বলছি। এটি হতেও পারে, নাও পারে। ভুলে যেয়েন না, আমরা ইসরাইলকে অনেক সাহায্য করি। আপনারা জানেন আমরা ইসরাইলকে বছরে চার বিলিয়ন ডলার দেই। এটা অনেক। ’
এ সময় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার প্রতিশ্রুতি দেন।




ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের নির্দেশ ট্রাম্পের
অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয়-সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করছে যুক্তরাষ্ট্র
অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন ট্রাম্প
তোমার স্ত্রী কয়টা?’- সিরিয়ার প্রেসিডেন্টকে: ট্রাম্প
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প 