
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত
লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: লাহোরে আজ বৃহস্পতিবার ভারতীয় একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয় এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রিজওয়ান বলেছেন, ওয়ালটন বিমানন্দরের কাছে এ ঘটনা ঘটেছে। উল্লেখ্য, ওয়ালটন এয়ারপোর্ট হলো লাহোরে একটি আবাসিক এলাকা। সেখানে আছে সামরিক স্থাপনা। এর দূরত্ব ভারত সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার। একই রিপোর্ট নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স ও জিও টিভি।