সোমবার, ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরানে মার্কিন হামলা সার্বভৌমত্বের বর্বর লঙ্ঘন: উ. কোরিয়া
ইরানে মার্কিন হামলা সার্বভৌমত্বের বর্বর লঙ্ঘন: উ. কোরিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার শক্তভাবে নিন্দা জানিয়েছে। স্থানীয় সময় আজ সোমবার দেশটি জানিয়েছে, ইরানের ওপর মার্কিন হামলা সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ এবং আঞ্চলিক অধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনা বলে। গুরুতর লঙ্ঘন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তেজনার মূল কারণ, যা জেরুজালেমের নিরন্তর যুদ্ধমূলক পদক্ষেপ এবং আঞ্চলিক সম্প্রসারণ-এর ফলস্বরূপ সৃষ্টি হয়েছে, যা পশ্চিমা বিশ্ব দ্বারা সমর্থিত এবং উৎসাহিত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাই, যা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে বর্বরভাবে লঙ্ঘন করেছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ন্যায়সঙ্গত আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘাতমুখী কর্মকাণ্ডের বিরুদ্ধে একত্রে প্রতিবাদ ও নিন্দা জানানো।’
ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে এবং তারা অনেক বছর ধরেই একে অপরের সঙ্গে সামরিক সহযোগিতায় যুক্ত থাকার সন্দেহের মধ্যে রয়েছে, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে।




দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী 