শিরোনাম:
●   খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি ●   খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ●   খালেদা জিয়ার মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি ●   সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন ●   সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৮২টি ●   আসন্ন নির্বাচন থেকে সরে গেলেন মাহফুজ আলম ●   কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ ●   খালেদা জিয়ার ৩টি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি ●   বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী ●   ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান
ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

BBC24 News
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | দক্ষিণ আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » কপ৩০’র পাশেই বিকল্প জলবায়ু সম্মেলন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | দক্ষিণ আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » কপ৩০’র পাশেই বিকল্প জলবায়ু সম্মেলন
২৫৪ বার পঠিত
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কপ৩০’র পাশেই বিকল্প জলবায়ু সম্মেলন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ২০০ দেশের প্রেসিডেন্ট -প্রধানমন্ত্রী- প্রতিনিধির উপস্থিতিতে জাঁকজমক আয়োজনে শুরু হয়েছে এবারের জলবায়ু সম্মেলন-কপ৩০। সোমবার থেকে (১০ নভেম্বর) শুরু হওয়া ব্রাজিলের বেলেম শহরের সম্মেলন কেন্দ্রে ধরিত্রী রক্ষার এ বৈশ্বিক অনুষ্ঠান চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

দ্বীপরাষ্ট্র ও উপকূলবর্তীদের কাছে নামমাত্র বা লোকদেখানো এ সম্মেলন বরাবরের চেয়ে এবার খানিক বেশিই বিতর্কিত। প্রথমত, বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই অনুপস্থিত। সুতরাং, ১১ দিনের সম্মেলনের শেষে জলবায়ু বাঁচাও তহবিলের কী হাল হবে তা শুরুতেই পরিষ্কার! তার ওপর আবার, পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজনের এক লাখ গাছ কেটে জলবায়ু সম্মেলনে আসা নেতাদের চলাচলের রাজকীয় সড়ক তৈরি করেছে আয়োজক দেশ ব্রাজিল। ফলে যেটুক আস্থা ছিল-সেটিও শেষ। যার চাক্ষুস প্রমাণ হলো বেলোমে কপ৩০’র পাশেই ভূমিহীন কৃষক-আদিবাসীদের বিকল্প জলবায়ু সম্মেলন-পিপলস সামিট। ৬২ দেশের প্রায় ৩০ হাজার ভুক্তভোগী অংশ নিয়েছেন এই সম্মেলনে। জাতিসংঘের কপ৩০ ও বিশ্বনেতাদের মনভুলোনো আশার বাণীতে একেবারেই বিশ্বাস নেই তাদের। এপি।

বুধবার অ্যামাজনের গুয়াজারা উপসাগরের বুকে সকাল থেকেই নেমে পড়ে শত শত নৌকা। ছোট-বড় নানা আকারের এই নৌবহরে ছিল পরিবেশকর্মী, সামাজিক আন্দোলনের সংগঠক, আদিবাসী প্রতিনিধি, নারী ও তরুণদের কণ্ঠ। তারা কেউ গান গেয়ে, কেউ নেচে, কেউবা প্রার্থনায় নিমগ্ন হয়ে অংশ নেন এক অনন্য যাত্রায়। অনেকেই আবার যাত্রাপথেই ভাবতে থাকেন পৃথিবীর ভবিষ্যৎ। এই নৌবহর কেবল উৎসবই নয়, ছিল প্রতীকী প্রতিবাদও। যা কপ৩০-এর আনুষ্ঠানিক কক্ষের বাইরে গড়ে তুলেছে জলবায়ু ও মানবিক সংহতির বিকল্প মঞ্চ। এদিনেই বিকাল ৫টায় (স্থানীয় সময়) ব্রাজিলের বেলেমের গুয়ামা নদীর তীরে অবস্থিত ফেডারেল ইউনিভার্সিটি অব পারার (ইউএফপিএ) প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পিপলস সামিটের। ১,১০০’রও বেশি নাগরিক সমাজ ও সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এটি। ১৬ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন।

গুয়ারাজা উপসাগরে এদিন প্রায় ২০০টি নৌকা নিয়ে এই প্রতিবাদযাত্রায় অংশ নেন ৫,০০০-এরও বেশি মানুষ। যারা বিভিন্ন সামাজিক আন্দোলন ও তৃণমূল সংগঠনের প্রতিনিধিত্ব করছেন। পাঁচ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী দিনে অ্যামাজন অঞ্চলসহ ব্রাজিলের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১,৩০০ জন ভূমিহীন কৃষক বেলেমে মিছিল করে যোগ দেন নৌযাত্রায়। আন্দোলনের সংগঠন ‘ল্যান্ডলেস রুরাল ওয়ার্কার্স মুভমেন্টের সমন্বয়কারী বারবারা লৌরেইরো বলেন, ‘আমরা অ্যামাজনের নদীপথে আমাদের পতাকা স্থাপন করতে এসেছি। বিশেষ করে জনগণের ভূমি সংস্কারের পতাকা। কারণ ভূমি সংস্কার ছাড়া জলবায়ু ন্যায়বিচার সম্ভব নয়।’ এই আয়োজনের উদ্দেশ্য বিশ্বব্যাপী বিভিন্ন সামাজিক আন্দোলন, সংগঠন ও তৃণমূল উদ্যোগের মানুষদের একত্রিত করে একটি বিকল্প সামাজিক ও পরিবেশগত দৃষ্টিভঙ্গি তুলে ধরা। যা চলমান জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩০)-এর আলোচনার বাইরে হলেও, তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

পিপলস সামিটে আলোচনার মূল বিষয়-জলবায়ু রক্ষা, খাদ্য সার্বভৌমত্ব, জ্বালানি রূপান্তর, জীবাশ্ম জ্বালানির বিরোধীতা, অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা, পরিবেশগত বর্ণবাদ, নগর অধিকার এবং লিঙ্গ, শ্রেণি ও জাতিগত বৈষম্যের প্রেক্ষাপটে জলবায়ু অভিযোজন ও প্রশমন। আয়োজকরা জানান, এই সামিটের লক্ষ্য হলো, ‘জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করা এবং সমাজ-পরিবেশ, নারী-পুরুষ সমতা, পুঁজিবাদ ও উপনিবেশবাদবিরোধী আন্দোলনগুলোকে একত্রিত করে ভবিষ্যতের কল্যাণমুখী পথ তৈরি করা।’ এই সম্মেলনে হাজার হাজার কর্মী, নারী, যুবক-যুবতী, নদীপারের মানুষ, জেলে, আদিবাসী, কৃষক ও নানা জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। উদ্বোধনী দিনেই নদীতে অনুষ্ঠিত নৌপ্যারেড ছিল আন্দোলনের প্রথম রাজনৈতিক কর্মসূচি। যেখানে শত শত নৌকা ভেসে চলেছিল জলবায়ু রক্ষার দাবিতে। ইকুয়েডরের পরিবেশকর্মী এবং ওয়ার্ল্ড ফোরাম অব ফিশার পিপলস-এর প্রতিনিধি লিডার গঙ্গোরা বলেন, ‘অ্যামাজনের এই জলধারা বয়ে আনছে সেসব কণ্ঠ, যাদের কথা বিশ্বকে শুনতে হবে, যারা জীবন, ভূমি ও জলবায়ুর পক্ষে লড়ছে।’ ইউএফপিএ প্রাঙ্গণে ১৬ তারিখ পর্যন্ত প্রতিদিন উন্মুক্ত আলোচনা ও গণসভা অনুষ্ঠিত হবে। যাতে সাধারণ মানুষও অংশ নিতে পারে। শিশু ও কিশোরদের জন্য আলাদা শিক্ষামূলক স্থান, কমিউনিটি ফেয়ার ও সাংস্কৃতিক প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সংগীত, আলোচনা ও সংহতির কণ্ঠে মুখর থাকবে ইউএফপিএ-এর প্রাঙ্গণ।



এ পাতার আরও খবর

ইরানে আরও হামলার পক্ষে নেতানিয়াহু, ট্রাম্পের না ইরানে আরও হামলার পক্ষে নেতানিয়াহু, ট্রাম্পের না
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই
বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পাল্টা তলব বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পাল্টা তলব
মেয়েকে নিয়ে কিম জং উন-এর বিলাসবহুল রিসোর্ট উদ্বোধন মেয়েকে নিয়ে কিম জং উন-এর বিলাসবহুল রিসোর্ট উদ্বোধন
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ, ভেতরে ঢোকার চেষ্টা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ, ভেতরে ঢোকার চেষ্টা
পাকিস্তান মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান পেয়েছে : ফিল্ড মার্শাল মুনির পাকিস্তান মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান পেয়েছে : ফিল্ড মার্শাল মুনির
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, বিভ্রান্তিকর প্রচারণা : মুখপাত্র দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, বিভ্রান্তিকর প্রচারণা : মুখপাত্র
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
বাংলাদেশে নতুন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে নতুন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

আর্কাইভ

খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
খালেদা জিয়ার মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন
সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৮২টি
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ
বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ
ভোটার হলেন তারেক, ভোটার হতে নিবন্ধন করলেন জাইমা রহমান