রবিবার, ৭ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানি সংসদে হামলার সঙ্গে আমেরিকা ও ইসরাইল- স্পিকার
ইরানি সংসদে হামলার সঙ্গে আমেরিকা ও ইসরাইল- স্পিকার
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ইরানের জাতীয় সংসদের নতুন স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, ২০১৭ সালে ইরানের জাতীয় সংসদ ভবনে যে হামলা হয়েছিল তার সঙ্গে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা জড়িত ছিল।
২০১৭ সালের ৭ জুন অজ্ঞাত বন্দুকধারীরা একই সঙ্গে ইরানের জাতীয় সংসদ ভবন এবং ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা চালায়। এতে অন্তত ১৭ জন শহীদ এবং ৫০ জন আহত হন। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করে।
এ প্রসঙ্গে বাকের কলিবফ বলেন, “যদিও দৃশ্যত মনে হয় ওই সেটি ছিল সন্ত্রাসী হামলা কিন্তু এখন ইরানের গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আমেরিকা-ইসরাইল এবং আঞ্চলিক কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা এর সঙ্গে জড়িত ছিল।” ইরানের জাতীয় সংসদের আজকের (রোববার) অধিবেশনে তিনি এসব কথা বলেন।
স্পিকার কলিবফ আরো বলেন, যদি এই বিশ্বাসঘাতকদের সুযোগ দেয়া হতো তাহলে তারা তেহরানের রাস্তায় রাস্তায় গণহত্যা চালাতো। তিনি সুস্পষ্ট করে বলেন, শত্রুদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছিল। কিন্তু যদি সেদিন ইরানের সাহসী ও আত্মত্যাগী সেনারা হামলা প্রতিরোধ না করতো তাহলে তারা ইরানিদের বিরুদ্ধে যা খুশি তাই করতো। তাদের এই আত্মত্যাগ ইহুদিবাদ এবং ওয়াহাবি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদের রক্ত মূল্যের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়।




আবারও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা : পরিবেশ উপদেষ্টা
বিশ্বে জলবায়ু পরিবর্তনে দারিদ্র্যে ভুগছে ১১০ কোটি মানুষ: জাতিসংঘ
সকলকে “জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইতালি: মেলোনি
দারিদ্র ও ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার
বিক্ষোভের মুখে গোপনে দেশ ছেড়েছেন মাদাগাস্কারে প্রেসিডেন্ট
সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন লাসলো ক্রাসনাহোরকাই
বিশ্বের জন্য মহান দিন আজ, দারুণ ও আনন্দের দিন: ট্রাম্প 