মঙ্গলবার, ২৯ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জি-২০ মন্ত্রীদের আলোচনায় প্রাধান্য পেল জলবায়ু পরিবর্তন, মানব পাচার
জি-২০ মন্ত্রীদের আলোচনায় প্রাধান্য পেল জলবায়ু পরিবর্তন, মানব পাচার
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃজি-২০ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় প্রাধান্য পেল জলবায়ু পরিবর্তন, মানব পাচার ও খাদ্য নিরাপত্তার মতো বিষয়I মাতেরা বৈঠকের মধ্যে দিয়ে ২০১৯ সালের পর, জি-২০ মন্ত্রীরা মুখোমুখি হলেনI যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিনকেন, বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় একত্রে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেনI কারণ প্রেসিডেন্ট বাইডেন ও তিনি, মিত্রদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর ভিত্তি করে তাদের পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজিয়েছেনI মঙ্গলবারের বৈঠকে আফ্রিকার অর্থনৈতিক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়, যাতে অন্তর্ভুক্ত ছিল, লিঙ্গভিত্তিক সমতা, মানবাধিকার এবং জাতিসংঘের মানবিক তৎপরতার মতো বিষয়I
পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন, কোভাক্স কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের অবদানের কথা তুলে ধরেন, যে কর্মসূচির মাধ্যমে স্বল্প ও মধ্যবিত্ত আয়ের দেশগুলিতে কম মূল্যে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছেI কূটনীতিকেরা যৌথ বিবৃতিতে জানান, আইসিসদের কর্ম তৎপরতা, ইরাক ও সিরিয়ায় লক্ষ্যবস্তুতেআঘাত হানার ক্ষমতা, তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ ও ক্ষমতার উন্নয়ন এখন উদ্বেগের বিষয়, যেখানে জোট এতটা সক্রিয় নয়I তাই এখন প্রয়োজন, শক্তিশালী নজরদারি ও সমন্বিত পদক্ষেপেরI
জি-২০ গ্রূপ উদ্বেগের সঙ্গে জানায় যে দায়েশ এবং সংশ্লিষ্ট দলগুলি এবং তাদের নেটওয়ার্ক সাব সাহারা আফ্রিকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে এবং গোষ্ঠীটি সাহেল অঞ্চল, পূর্ব আফ্রিকা ও মোজাম্বিকিতেও সক্রিয়I কোয়ালিশন দেশগুলি জানায়, তারা যে কোন দেশের সঙ্গে সহযোগিতা করবে, যারা আইসিসদের বিরুদ্ধে লড়তে তাদের সাহায্য চাইবেI




ইরান-মার্কিন সংঘাতের দ্বারপ্রান্তে
ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
আমার মতো স্বৈরশাসক দরকার: ট্রাম্প
গ্রিনল্যান্ডের দিকে নজর রাখছে রাশিয়া, দাম ১০০ কোটি মার্কিন ডলার হতে পারে: পুতিন
জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প
ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা পাকিস্তানের
হঠাৎ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান 