শনিবার, ৩১ জুলাই ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিউবার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন- বাইডেন
কিউবার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন- বাইডেন
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিউবার বিরুদ্ধে তার উত্তরসূরিদের নীতি অনুসরণ অব্যাহত রেখেছেন। এর অংশ হিসেবে তিনি নতুন করে কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, কিউবার পুলিশ বাহিনী এবং এর দুজন নেতার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন সরকার দাবি করছে, কিউবায় সম্প্রতি যে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে তাতে দেশটির পুলিশ বাহিনী নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
কিউবার সাম্প্রতিক বিক্ষোভ
কিউবায় গত ১১ জুলাই থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় এবং কয়েকদিন তা অব্যাহত ছিল। কিউবা সরকার এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই বিক্ষোভের পেছনে কিউবা-বিরোধী বৈদেশিক শক্তির হাত ছিল।
কয়েক দশক ধরে আমেরিকা কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে এবং এ কারণে দেশটির জনগণ মারাত্মকভাবে ভোগান্তির শিকার হয়েছে। এরপরেও মার্কিন সরকার কিউবার জনগণের প্রতি কথিত দরদ দেখিয়ে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানরে ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।#




মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা: ভলকার তুর্ক
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আরও ৫ দেশ
ভারতে আবারও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে আর ৩০টির দেশ
ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের নির্দেশ ট্রাম্পের
অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয়-সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করছে যুক্তরাষ্ট্র
অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন ট্রাম্প
তোমার স্ত্রী কয়টা?’- সিরিয়ার প্রেসিডেন্টকে: ট্রাম্প 