বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন সফরে গিয়ে রাশিয়াকে সাবধান করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন
ইউক্রেন সফরে গিয়ে রাশিয়াকে সাবধান করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন, রাশিয়া-ইউক্রেন সীমান্তে সংঘাত কমিয়ে আনার জন্য তাদের একটি “স্পষ্ট” কূটনৈতিক পন্থা রয়েছে। তবে রাশিয়া যদি আগ্রাসন শুরু করে তাহলে তাদের “খুব গুরুতর পরিণতির” মুখোমুখি হতে হবে।
কিয়েভে তাদের বৈঠক শুরু হওয়ার পর ব্লিংকেন বলেন, “ইউক্রেনের সীমান্তের কাছে এখন রাশিয়ার প্রায় ১ লাখ সেনা মোতায়েন রয়েছে। এটি এক অর্থে ইউক্রেনের জন্য নজিরবিহীন এক হুমকি”।
ব্লিংকেন ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “নিজেদের ভবিষ্যত এবং নিজ দেশের ভবিষ্যত নির্ধারণ করবে ইউক্রেনের জনগণ, অন্য কেউ নয়।”
জেলেনস্কি ইউক্রেনে সামরিক সহায়তা বাড়ানোর জন্য ব্লিংকেন এবং বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার সাংবাদিকদের জানান, বাইডেন প্রশাসন গত মাসে ইউক্রেনকে অতিরিক্ত প্রতিরক্ষামূলক নিরাপত্তা সহায়তার জন্য ২০০ মিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছে।
ইউক্রেনের নেতার সঙ্গে আলোচনার আগে ব্লিংকেন কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের উদ্দেশে বলেন, তিনি দৃঢ়ভাবে আশা করেন, উত্তেজনা হ্রাস করার জন্য “কূটনৈতিক ও শান্তিপূর্ণ পথ” রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নির্ভর করে এবং তিনিই সিদ্ধান্ত নেবেন।




ইরানে আরও হামলার পক্ষে নেতানিয়াহু, ট্রাম্পের না
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই
বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পাল্টা তলব
মেয়েকে নিয়ে কিম জং উন-এর বিলাসবহুল রিসোর্ট উদ্বোধন
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ, ভেতরে ঢোকার চেষ্টা
পাকিস্তান মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান পেয়েছে : ফিল্ড মার্শাল মুনির
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, বিভ্রান্তিকর প্রচারণা : মুখপাত্র
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন 