সোমবার, ২৫ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | রাজনীতি » শ্রীলঙ্কার পথেই এগোচ্ছে পাকিস্তান, দাবি ইমরান খানের
শ্রীলঙ্কার পথেই এগোচ্ছে পাকিস্তান, দাবি ইমরান খানের
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্ক:পাকিস্তানের শ্রীলঙ্কা হতে থেকে খুব বেশি দেরি নেই , যখন জনসাধারণ আসিফ জারদারি ও শরীফ পরিবার পরিচালিত ‘মাফিয়াদের’ বিরুদ্ধে ‘হাকিকি আজাদি’র জন্য রাস্তায় নেমে আসবে। এই বিষয়ে সতর্ক করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। টুইটারে ইমরান খান বলেছেন যে ”আসিফ জারদারি এবং শরীফ পরিবারের নেতৃত্বাধীন মাফিয়ারা তাদের অবৈধভাবে সঞ্চিত সম্পদ বাঁচাতে মাত্র তিন মাসের মধ্যে দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। আমার প্রশ্ন হল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি কতদিন এটির অনুমতি দেবে?” সেই সঙ্গে ইমরান আশাপ্রকাশ করে বলেছেন , ”আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পাকিস্তানের জনগণ এই মাফিয়াদের লুটপাট চালিয়ে যেতে দেবে না। শ্রীলঙ্কার মতোই আমাদের জনগণ রাস্তায় নেমে আসবে।” সুপ্রিম কোর্টে পাঞ্জাব অ্যাসেম্বলির (পিএ) ডেপুটি স্পিকার দোস্ত মুহম্মদ মাজারির মুখ্যমন্ত্রীর পুনঃনির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি পিটিশনের শুনানি চলাকালীন ইমরানের এই বক্তব্য সামনে এসেছে। প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল, বিচারপতি ইজাজ উল আহসান ও বিচারপতি মুনিব আখতারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ মামলার কার্যক্রম পরিচালনা করছেন। ARY নিউজ জানিয়েছে, সুপ্রিম কোর্ট হামজা শাহবাজ, অ্যাটর্নি জেনারেল, মুখ্য সচিব পাঞ্জাব এবং অ্যাডভোকেট জেনারেল পাঞ্জাবকেও তলব করেছে। পাশাপাশি ডেপুটি স্পিকারকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনের রেকর্ড আনার নির্দেশ দিয়েছে। এদিকে পরিস্থিতি সামলাতে দেশের সম্পত্তি বিক্রির পদক্ষেপ করতে চাইছে পাক সরকার। শনিবারই এই সংক্রান্ত নতুন অর্ডিন্যান্স পাশ হয়েছে।
এই নয়া অর্ডিন্যান্সের ফলে আপৎকালীন পরিস্থিতিতে দেশের সম্পত্তিকে বিদেশে বিক্রি করার সময় কেউ তার প্রতিবাদে কোনও পিটিশন দাখিল করলেও আদালত সেটাকে গ্রাহ্য করবে না। এই পরিস্থিতিতে ইমরান খান মনে করছেন, আসিফ জারদারি ও শরিফ পরিবারের ‘মাফিয়া’রা তাদের অবৈধ সম্পত্তি বাঁচাতে তিন মাসের মধ্যেই পাকিস্তানকে রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে দেউলিয়া হওয়ার দিকে ঠেলে দিয়েছে।




বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর যুদ্ধের হুঁশিয়ারি
প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত
ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
চলে গেলেন বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি
যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় ক্ষতিগ্স্ত হবে বাংলাদেশ
জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা 