শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দেশে ফিরেছেন পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে
দেশে ফিরেছেন পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে
বিবিসি২৪নিউজ, এশিয়া ডেস্কঃ শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভের পর বিদেশে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরেছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতের পর রাজাপাকসের দেশে ফেরেন।এদিকে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে গোতাবায়াকে নিরাপত্তা দেওয়া হবে।
বিবিসি জানায়, অস্থায়ী ভিসা নিয়ে গোতাবায়া রাজাপাকসে থাইল্যান্ডে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি সিঙ্গাপুর হয়ে দেশে ফেরেন। জানা গেছে, শ্রীলঙ্কার বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী বিমানবন্দরে গোতাবায়ার সঙ্গে দেখা করেছেন।
শ্রীলঙ্কারা ইতিহাসে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের জন্য গোতাবায়া সরকারকে দায়ী করে শ্রীলঙ্কার নাগরিকরা। বৈদেশিক মুদ্রার পতনের ফলে খাদ্য ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে। এপ্রিল মাসে খাদ্য ও জ্বালানি দাম বেড়ে যাওয়ায় গোতাবায়া সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন দেশটির সাধারণ জনগণ।
জুলাই মাসে হাজার হাজার মানুষ রাজাপাকসের সরকারি বাসভবনে হামলা চালায়। সে সময় বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে সামরিক বিমানে প্রথমে মালদ্বীপে এবং তারপরে সিঙ্গাপুরে পালিয়ে যান এই নেতা। সিঙ্গাপুর থেকেই পরে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন।
শ্রীলঙ্কার সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ফাদার জিবন্ত পেরিস বলেন, ‘আমরা গোতাবায়ার প্রত্যাবর্তনের বিরোধিতা করছি না। শ্রীলঙ্কার যে কোনো নাগরিকই বিদেশ থেকে দেশে ফেরার অধিকার রাখেন। মূলত তার সরকারের দুর্নীতির কারণেই সাধারণ জনগণ রাস্তায় নেমেছিল। গোতাবায়ার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই।’
এদিকে সাধারণ আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন গোতাবায়া রাজনীতি বা সরকারে পুনরায় যোগদানের চেষ্টা করলে তার কঠোর বিরোধিতা করা হবে।
রাজীব কান্থ নামে অপর এক আন্দোলনকারী বলেন, ‘গোতাবায়া যে ভুলগুলো করেছেন তার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তার ভাই মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে মামলা করতে হবে।’




দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
সম্রাটদের সমাধিসহ বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর চালু মিশরে
চীনের জন্য বিশেষ সুযোগ করে দিল যুক্তরাষ্ট্র
পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কতদূর গড়াতে পারে?
১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের
হামাস-ইসরায়েল শান্তিচুক্তিতে গাজাবাসীর আনন্দ উদযাপন
বিশ্বের জন্য মহান দিন আজ, দারুণ ও আনন্দের দিন: ট্রাম্প
চীন থেকে ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 