সোমবার, ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দুর্নীতির অভিযোগে অস্ট্রিয়ার চ্যান্সেলরের পদত্যাগ
দুর্নীতির অভিযোগে অস্ট্রিয়ার চ্যান্সেলরের পদত্যাগ
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়র্ৎস৷ পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি জানান পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনব্যার্গ চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন৷
‘আমার কাছে নিজের চেয়ে দেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ,’ টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেন তিনি৷
রাজধানী ভিয়েনায় সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমাদের এখন যা দরকার তা হলো একটি স্থিতিশীল অবস্থা৷ আর তাই অচলাবস্থা কাটাতে আমি সরে যেতে চাই যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং স্থিতাবস্থা বজায় থাকে৷’’
কুয়র্ৎসের বিরুদ্ধে যে অভিযোগ
ক্ষমতাসীন ওভিপি পিপলস পার্টির সঙ্গে যোগসূত্র আছে এমন বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর কুয়র্ৎস এবং আরো নয়জনের বিরুদ্ধে অনৈতিক লেনদেনের অভিযোগের তদন্ত চলছে৷
নিজ দল ওভিপি তাকে সমর্থন জানিয়ে আসলেও সরকার গঠনে তার সহযোগী গ্রিন এ অভিযোগের প্রেক্ষিতে তার পদত্যাগ দাবি করেছে৷
২০২০ সালের জানুয়ারি থেকে দেশটির চ্যান্সেলরের দায়িত্ব পালন করে আসছেন সেবাস্টিয়ান কুয়র্ৎস৷
এর আগে, ২০১৭ সালে তিনি রক্ষণশীল ওভিপি পিপলস পার্টির চেয়ারম্যান হন এবং সে বছরের শেষ দিকে মাত্র ৩১ বছর বয়সে নির্বাচনে জয়ী হয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রধানদের একজনে পরিণত হন৷
কুয়র্ৎস এবং তার সহযোগীদের বিরুদ্ধে ২০১৬ ও ২০১৮ সময়ে দেশটির অর্থমন্ত্রণালয়ের টাকা নির্বাচনের ‘অপিনিয়ন পুলে ব্যয়ের অভিযোগ ওঠে’৷
আর এ অভিযোগে কুয়র্ৎস, তার রাজনৈতিক সহযোগী এবং তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানা গেছে৷
তবে পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে কুয়র্ৎস তার বিরুদ্ধে আনা এসকল অভিযোগ ‘মিথ্যা’ বলে দাবি করেন৷
তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত যে এসকল অভিযোগ মিথ্যা প্রমাণ করতে পারব৷’’




পুতিনের ‘উড়ন্ত ক্রেমলিন’ যেন এক রাজপ্রাসাদ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাসহ অত্যাধুনিক প্রযুক্তির ভরপুর
কেন-স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন
পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে চেয়েছিলেন মাদুরো, রাজি হননি ট্রাম্প-রয়টার্স
তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান,সফল ভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম
ভারতের বড় শহরগুলোতে মাত্রাতিরিক্ত বায়ুদূষণ
ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের নির্দেশ ট্রাম্পের
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি
অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয়-সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করছে যুক্তরাষ্ট্র
ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন পরিবারের সদস্যরা
অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন ট্রাম্প 