সোমবার, ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কাশ্মীরে বিদ্রোহীদের গুলিতে ভারতের ৫ সৈন্য নিহত
কাশ্মীরে বিদ্রোহীদের গুলিতে ভারতের ৫ সৈন্য নিহত
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ভারত-শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিতে তাদের পাঁচ জন সৈন্য নিহত হয়েছে।ভারতের সেনাবাহিনী বলছে,সোমবার একটি তল্লাশি অভিযানের সময় লড়াই শুরু হলে এই সৈন্যরা নিহত হয়।বলা হচ্ছে, ফেব্রুয়ারি মাসের পর এটিই ভারতীয় সেনাবাহিনীর ওপর সবচেয়ে মারাত্মক আক্রমণ।
সম্প্রতি এ অঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের হাতে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হবার পর সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
ভারতশাসিত কাশ্মীরের সেনা কর্মকর্তারা বলছেন, পুঞ্চ জেলার একটি গ্রামে সশস্ত্র বিদ্রোহীরা লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পর সৈন্যরা ওই গ্রামটি ঘিরে ফেলে।
সেনা মুখপাত্র লেঃ কর্ণেল দেবেন্দর আনন্দ জানান, ওই তল্লাশি অভিযানের সময় চারজন সেনা ও একজন অফিসার নিহত হয়েছেন। অভিযানটি এখনো চলছে বলে তিনি জানান।সন্দেহভাজন জঙ্গিদের হাতে বেসামরিক লোক নিহত হবার বেশ কয়েকটি ঘটনার মধ্যে এই লড়াইয়ের খবর পাওয়া গেল। গত সপ্তাহে ছয় দিনের মধ্যে সাত জন বেসামরিক লোককে গুলি করে হত্যা করা হয়েছে।
কাশ্মীরের রাজনীতিবিদরা এসব হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৪০০-রও বেশি লোককে আটক করা হয়েছে।
ভারতের সংবিধানের যে ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরের স্বায়ত্বশাসন নিশ্চিত করা হয়েছিল - ২০১৯ সালে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার তা বাতিল করার পর থেকে কাশ্মীর অঞ্চলের তরুণরা আরো বেশি করে ভারতীয় শাসন-বিরোধী বিদ্রোহী তৎপরতার দিকে ঝুঁকে পড়ছে।
কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসেও দু’দেশ একে অপরের ওপর বিমান হামলা চালায়।




তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান,সফল ভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম
ভারতের বড় শহরগুলোতে মাত্রাতিরিক্ত বায়ুদূষণ
ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের নির্দেশ ট্রাম্পের
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি
অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয়-সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করছে যুক্তরাষ্ট্র
ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন পরিবারের সদস্যরা
অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন ট্রাম্প
হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারত: রণধীর জয়সওয়াল 