বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৩৮
সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৩৮
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।সুদানের রাষ্ট্র চালিত খনি কম্পানি একটি বিবৃতিতে জানিয়েছে, সুদানের রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে ফুজা গ্রামে খনি ধসের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর করা রিপোর্ট অনুযায়ী, দারাসায়া খনিতে বেশি কয়েকটি খাদ ধসে পড়েছে। এ ঘটনায় নিহত ও আহত হয়েছে। আহত ৮জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খনি কম্পানি ফেসবুকে ছবি পোস্ট করেছে। তাতে দেখা যায় গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়েছে এবং ড্রেজার দিয়ে নিহত ও আহতদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। আরেকটি ছবিতে দেখা যায়, মানুষ নিহতদের কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।কম্পানি বলছে, খনিটি কার্যকর না থাকলেও, নিযুক্ত নিরাপত্তা বাহিনী যখন এলাকার ছেড়ে যায় তখন খনি শ্রমিকরা কাজে ফিরে আসে। তবে ঠিক কবে থেকে খনির কাজ বন্ধ, তা স্পষ্ট করে বলা হয়নি।
অন্যান্য খনিসহ স্বর্ণ উৎপাদনে এগিয়ে রয়েছে সুদান। ২০২০ সালে পূর্ব আফ্রিকায় সোনা উৎপাদনের পরিমাণ ছিলো ৩৬.৬ টন যা বিশ্বে দ্বিতীয়।




গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী
সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে
নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত
কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত
বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
এবার সোমালিয়ান দস্যুদের কবলে “এমভি ব্যাসিলিস্ক” 