রবিবার, ২৭ আগস্ট ২০২৩
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » তিস্তার পানি এখনও বিপৎসীমার ওপরে
তিস্তার পানি এখনও বিপৎসীমার ওপরে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে কমলেও রংপুরের কাউনিয়া পয়েন্টে এখনও বিপৎসীমার ওপরে রয়েছে।
কাউনিয়া পয়েন্টে রবিবার দুপুর পর্যন্ত পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপরে ছিল। এছাড়া গঙ্গাচড়া উপজেলার নিম্নাঞ্চল এখন প্লাবিত অবস্থায় রয়েছে। পীরগাছা উপজেলারও কিছু কিছু এলাকা প্লবিত হয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে শনিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী, আলমবিদিতর, কোলকোন্দ, লহ্মীটারী, গজঘন্টা ও মর্ণেয়া ইউনিয়নের গ্রামগুলোতে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে রবিবার দুপুরে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে করে তিস্তা নদীর তীরবর্তী কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঢুষমারার চর, পাঞ্জরভাঙ্গা, চরগদাই, গোপিডাঙ্গা, নিজপাড়া ও তালুক শাহবাজপুর, টেপামধুপুর ইউনিয়নের চরগোনাই, হরিচরন শর্মা, বিশ্বনাথ চর, আজমখাঁ চর, টাপুর চর, হয়বৎ খা, পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের হাগুড়িয়া হাশিম, শিবদেব এলাকার সহস্রাধিক পরিবার এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন।
কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক বলেন, আমরা কয়েকটি এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানে বৃষ্টিপাত কমে যাওয়ায় তিস্তা নদীর পানি হ্রাস পাচ্ছে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও লালমনিরহাট জেলার তিস্তা নদীর অববাহিকায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।




যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড দুঃখজনক: পররাষ্ট্র উপদেষ্টা
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
নতুন বছর হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন: প্রধান উপদেষ্টা
খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি
সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৮২টি
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ
ভোটার হলেন তারেক, ভোটার হতে নিবন্ধন করলেন জাইমা রহমান
১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া
বিজয় দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল 