রবিবার, ৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েলি ও ফিলিস্তিনি যুদ্ধে নিহত ৯০০
ইসরায়েলি ও ফিলিস্তিনি যুদ্ধে নিহত ৯০০
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলে হামাসের বিস্তৃত আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ হয়েছে। কান পাবলিক ব্রডকাস্টার এবং চ্যানেল১২, সেই সঙ্গে হারেৎজ ও টাইমস অব ইসরায়েল সংবাদপত্র রবিবার এ পরিসংখ্যান জানিয়েছে। শনিবারের প্রথম দিকে লড়াই শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি পক্ষের মৃত্যুর সংখ্যার কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা গাজায় যোদ্ধা ও বেসামরিকদের মধ্যে পার্থক্য না করেই বলেছেন, ৩০০ জনের বেশি মানুষ নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।
এদিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হামলার শিকার হওয়ার এক দিন পর ইসরায়েল রবিবার গাজাকে আঘাত করেছে। হামাস যোদ্ধারা ইসরায়েলি শহরগুলোতে তাণ্ডব চালিয়েছে, শত শত লোককে হত্যা এবং অজানাসংখ্যক মানুষকে অপহরণ করেছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে একটি বড় নতুন যুদ্ধের হুমকি তৈরি হয়েছে।
এ ছাড়াও ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ কামান ও রকেট দিয়ে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।
আক্রমণ প্রতিরোধে ব্যর্থতার জন্য প্রশ্নের সম্মুখীন হওয়া ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা অধিকাংশ অনুপ্রবেশ পয়েন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। সেই সঙ্গে শত শত আক্রমণকারীকে হত্যা করেছে এবং আরো কয়েক ডজনকে বন্দি করেছে। তবে এখনো কিছু জায়গায় লড়াই চলছে।
সেনাবাহিনী বলেছে, তারা গাজার আশপাশের অঞ্চলে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে।
ফিলিস্তিনিদের আবাসস্থল ও ভূখণ্ডের সীমান্তের চারপাশে বসবাসকারী সব ইসরায়েলিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।
একজন সামরিক মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা হামাসকে কঠোরভাবে আক্রমণ করতে যাচ্ছি এবং এটি একটি দীর্ঘ, দীর্ঘ পথ হতে চলেছে।’
গাজায় হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানোয়া বলেছেন, আক্রমণটি ছিল ‘আমাদের জনগণের প্রতিরক্ষার জন্য’। তার গোষ্ঠীর যোদ্ধারা রকেট হামলা অব্যাহত রেখেছে এবং এখনো অভিযান পরিচালনা করছে বলেও জানিয়েছেন তিনি।
৫০ বছর আগে ইসরায়েলের ওপর আকস্মিক আক্রমণ চালিয়েছিল মিসর ও সিরিয়া।যা ইওম কিপুর যুদ্ধ নামে পরিচিতি পায়। এই আক্রমণটি সেই যুদ্ধের কথা স্বরণ করিয়ে দিচ্ছে।




কপ৩০’র পাশেই বিকল্প জলবায়ু সম্মেলন
কপ৩০ সম্মেলনে অতিরিক্ত ব্যয়ভারে আসতে পারেননি অসংখ্য প্রতিনিধি
কপ৩০ সম্মেলন হোটেলে জায়গা নেই, জাহাজে থাকছেন অতিথিরা
বাংলাদেশে নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতসহ ৮ দলের
তোমার স্ত্রী কয়টা?’- সিরিয়ার প্রেসিডেন্টকে: ট্রাম্প
ভারতীয় উপহাইকমিশনারকে তলব, গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান
দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন 