মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজা যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েল নিশ্চিহ্ন করে দেব- ইরানের হুঁশিয়ারি
গাজা যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েল নিশ্চিহ্ন করে দেব- ইরানের হুঁশিয়ারি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধ আরো সম্প্রসারিত হলে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।
দেশটির রাজনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি-কানি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধ যদি আরও প্রসারিত হয়, তবে তা ইসরায়েলকে সম্পূর্ণরূপে ধ্বংসের দিকে নিয়ে যাবে।
সোমবার এক টেলিভিশন সাক্ষাত্কারে এই মন্তব্য করেন আলী বাঘেরি-কানি।
গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে বড় ধরনের অভিযান চালায় হামাস যোদ্ধারা। আল-আকসা তুফান নামক ওই অভিযানে বহু এক হাজার ইসরায়েলিকে হত্যা করা হয় এবং প্রায় আড়াইশ’র মতো ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীকে ধরে গাজায় নিয়ে যান ফিলিস্তিনি যোদ্ধারা।
এরপরই পাল্টা যুদ্ধ শুরু করে ইসরায়েল। নির্বিচারে বোমা হামলা চালিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত আট হাজার তিন শতাধিক বেসামরিক নাগরিক হত্যা করেছে ইসরায়েল।
এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
বাঘেরি-কানি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের অভিযানকে “ইহুদিবাদী রাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থায় একটি ভয়াবহ প্রতিঘাত” বলে উল্লেখ করেন।
ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যদি যুদ্ধ আরো প্রসারিত হয়, তবে আমরা বলতে পারি না যে ইসরায়েল হেরে যাবে, কারণ ইসরায়েলের কাছে পরাজিত বা বিজয়ী হিসাবে বর্ণনা করার মতো কিছুই থাকবে না।




আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি 