শিরোনাম:
●   প্রধান উপদেষ্টার জাতিসংঘের সফরে সঙ্গী হচ্ছেন ফখরুল, তাহেরসহ চার রাজনীতিবিদ ●   যুক্তরাজ্যে ট্রাম্পের নানার বাড়িতে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর ●   ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউর ●   ফেব্রুয়ারিতে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ●   গাজায় বড় আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল ●   ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা লুক্সেমবার্গের ●   হামাস নেতাদের উপর বিদেশে আবারো হামলা চালাতে পারে ইসরায়েল ●   ইসরায়েলকে ঠেকাতে ব্যবস্থা নেবেন আরব-মুসলিম নেতারা ●   তিস্তার জন্য বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন ●   নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

BBC24 News
বুধবার, ১৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পোশাক শ্রমিকদের বেতন-বোনাসের অপেক্ষা
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পোশাক শ্রমিকদের বেতন-বোনাসের অপেক্ষা
৩৪৫ বার পঠিত
বুধবার, ১৯ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পোশাক শ্রমিকদের বেতন-বোনাসের অপেক্ষা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: শ্রমিকরা তখন দাবি আদায়ের আন্দোলনে৷ এক সেনা কর্মকর্তা হ্যান্ড মাইকে ঘোষণা দিলেন, “আপনাদের জন্য সময় হচ্ছে ৭ মিনিট। ৭ মিনিটের ভেতরে আপনারা সাইডে গিয়ে দাঁড়াবেন।”তিনি আরো বলেন, ‘‘রাস্তা যদি না ছাড়েন, আপনাদের দাবি-দাওয়া কোথায় গেল ওইটা পরে দেখবো, আগে এখানে রাস্তা ক্লিয়ার করবো। আমার কথা পরিষ্কার। ৭ মিনিট পরে এখানে যারা থাকবেন, তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং জনভোগান্তি ক্রিয়েট করেছেন। এই পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। কথা পরিষ্কার বলে দিলাম। ৭ মিনিট পরে আমি ড্রোন দিয়ে যেন দেখি রাস্তা ক্লিয়ার।” সেনা কর্মকর্তার এমন আল্টিমেটামের এক মিনিটের মধ্যে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেন। রাস্তা তো শ্রমিকরা ছাড়লেন, কিন্তু তাদের বোনাস-ওভারটাইমের কী হবে?

ঈদ বোনাস, ২৫ ভাগ উৎপাদন বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ আরো কয়েকটি দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় ‘ইস্মোগ সোয়েটার’ নামে একটি কারখানার শ্রমিকরা গত শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। তখন সেনাবাহিনীর সদস্যরা সেখানে হাজির হয়ে এমন বক্তব্য দেন। সকাল ১০টা থেকে আন্দোলনে নেমেছিলেন শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর পৌনে ১২টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দেয়।হ্যান্ড মাইকে একজন সেনা কর্মকর্তা ঘোষণা করেন, “আপনাদের দাবি-দাওয়া নিয়ে নেগোসিয়েশন চলছে, চলবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। ফ্যাক্টরির ভেতরে মালিক ও শ্রমিকের কোনো অমিল থাকলে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। কিন্তু গতকালও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রেসপেক্টেড আইজিপিও সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিয়েছেন, কোনো রকম রোড ব্লক এখন থেকে গ্রাহ্য করা হবে না। রোডব্লক-জনভোগান্তি এক পানিশেবল ক্রাইম। এর জন্য আপনারা যে কেউ সাজাপ্রাপ্ত হতে পারেন।”

শ্রমিকরা বলছেন, ইস্মোগ সোয়েটার কারখানায় ১ হাজার ২ শতাধিক শ্রমিক কাজ করছেন। দীর্ঘদিন কাজ করলেও তাদের ওভারটাইম বিল, নাইট বিল, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক টাকা পান না বলে দাবি তাদের। এছাড়া তাদের প্রোডাকশন রেট সঠিকভাবে দেওয়া হয় না বলেও অভিযোগ রয়েছে। তাই মোট ১৪ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করছিলেন তারা।রাইজিং গ্রুপের পরিচালক মাহমুদ হাসান খান  বলেন, “এবারের পরিস্থিতি একটু ভিন্ন। পুলিশকে তো পুরোপুরি কাজে নামানো যায়নি। ফলে চ্যালেঞ্জটা এবার বেশি। এবার আমাদের ঝুঁকিপূর্ণ গার্মেন্টসের সংখ্যা ছিল আড়াইশ’র মতো। এখন সেটা কমে ৪৬টিতে এসেছে। আমরা চেষ্টা করছি, যাতে সবাই ঠিকমতো বেতন-বোনাস দেন। সরকার ইতিমধ্যে আমাদের প্রণোদনার সাড়ে ৫ হাজার কোটি টাকার ২ হাজার কোটি টাকা ছাড় করেছে। আরো এক হাজার কোটি টাকা আমরা দিতে বলেছি। সেটা পেলে আরো কিছু গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস দিতে পারবে। সবাই মিলে চেষ্টা করছি পরিস্থিতির যাতে উত্তরণ ঘটে।”

তবে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “মালিকরাও নানা ধরনের সংকটের মধ্যে আছেন। সে বিষয়টিও শ্রমিকদের বুঝতে হবে। সরকার যদিও আমাদের সহযোগিতা করছে, তারপরও রপ্তানি কমে গেলে ঠিকভাবে কারখানা চালানো কঠিন হয়ে পড়ে।”প্রতিদিনই আন্দোলন, দাবি আদায় কম

শুধু ইস্মোগ সোয়েটার কারখানা নয়, বকেয়া বেতন ও বোনাসের দাবিতে প্রায় প্রতিদিনই গাজীপুর-আশুলিয়ার কোনো-না-কোনো কারখানায় শ্রমিকরা আন্দোলন করছেন। গত সোমবার সকাল থেকে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। শ্রীপুর পৌরসভার কেওয়া নতুন বাজার এলাকাতেও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। উদ্ভুত পরিস্থিতিতে গাজীপুরের ১২টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

সোমবার সকাল নয়টার দিকে গাজীপুর ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন আলেমা নিটওয়ার লিমিটেডের শ্রমিকরা। তাদের অভিযোগ, কারখানার তিন শতাধিক শ্রমিক প্রতি মাসে ঠিকমতো বেতন পান না। ফেব্রুয়ারি মাসের বেতন এখনো পায়নি। আবার কারখানার অনেক শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া আছে, অর্থাৎ, জানুয়ারি মাসের বেতনও পাননি। বেতন দেওয়ার সময় হলেই কর্তৃপক্ষ গড়িমসি করে, নানা ধরনের টালবাহানা করছে বলে অভিযোগ তাদের।কারখানার মালিক গোপনে কারখানা বিক্রি করে দিয়েছেন’

একই দিন গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন, ঈদ বোনাস ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা। এতে আঞ্চলিক এই সড়কে সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা। কারখানার শ্রমিক নাজমা আক্তার বলেন, “কারখানার মালিক গোপনে শ্রমিকদের না জানিয়ে বেতন-ভাতা পরিশোধ না করে কারখানা বিক্রি করে দিয়েছেন। আজ সকালে কাজে এসে দেখি কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে। সামনে ঈদ৷ আমাদের সন্তানদের মুখে একটু খাবার, একটি নতুন জামা কেনার কত ইচ্ছে! এগুলো কে পূরণ করবে? আমাদের সন্তানেরা তো আমাদের পথ চেয়ে থাকে মা-বাবা কখন নতুন জামাকাপড় নিয়ে আসবে। আমরা কি আর এমনিতেই রাস্তায় এসেছি? এই গরমে আপনি কতক্ষণ থাকতে পারবেন? আমরা পেটের দায়ে রাস্তায় এসে বসে আছি।”আন্দোলনরত শ্রমিকেরা জানিয়েছেন, পহেলা মার্চ কারখানা কর্তৃপক্ষ লে-অফ ঘোষণার নোটিশ টানিয়ে কারখানা বন্ধ করে দেয়। ফেব্রুয়ারি মাসের বেতন ১৬ মার্চ পরিশোধের কথা ছিল। সকালে শ্রমিকেরা বকেয়া বতেন নিতে এসে কারখানার গেটে পূর্বের টানিয়ে দেওয়া নোটিশ দেখতে পায়নি। নতুন টানানো নোটিশে কারখানা কর্তৃপক্ষ উল্লেখ করে বকেয়া বেতন আগামী এপ্রিল মাসের ৫ তারিখ পরিশোধ করা হবে। শ্রমিকরা বুঝতে পারছেন না বেতন ও ঈদ বোনাস না দিলে তাদের সন্তানরা ঈদ করবে কিভাবে। স্কুলের বেতন দিতে পারেননি বলে যাদের ছেলেমেয়েরা প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি তারা এখন আরো দুশ্চিন্তায়৷

‘ঈদের পর নতুন একটা চাকরি খুঁজবো, দোয়া করবেন’

গাজীপুরের কোনাবাড়ির কেয়া নীট কম্পোজিটের কর্মী ওজুফা বেগম বলেন, “দুই বছর আগে আমাদের এক মাসের বেতন বকেয়া ছিল। সেই বেতনের দাবিতে আমরা আন্দোলন করার পর মালিকপক্ষ আমাদের প্রায় দেড় হাজার শ্রমিককে গত ২৮ ফেব্রুয়ারি চাকরিচ্যুত করেছে। কিন্তু আমাদের পাওনা এখনো দিচ্ছে না। বারবার দিন ঘুরানোর পর সর্বশেষ ২৪ মার্চ দেওয়ার কথা। না দিলে আমরা কিভাবে ঈদ করবো জানি না। খুবই কষ্টের মধ্যে আছি। ঈদের পর নতুন একটা চাকরির খোঁজ করবো। এখন আমাদের জন্য দোয়া করবেন।”আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৫ রমজানের মধ্যে সব গার্মেন্টস শ্রমিককে বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই দাবি জানান। বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশফেরা মিশু গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “২০ থেকে ২৫ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। ঈদের আগে দেশের কোনো গার্মেন্টস শ্রমিকের বেতন-বোনাস বকেয়া থাকতে পারবে না। বেতন-বোনাস পরিশোধ না করলে আমরা সামনের দিকে আরো সোচ্চার হয়ে আন্দোলন করবো।”

শ্রমিক নেত্রী বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেন, “শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। এজন্য আমরা ২০ রমজান পর্যন্ত অপেক্ষা করছি। এর মধ্যে না হলে কঠোর আন্দোলনে যাবো। এখন যে আন্দোলন হচ্ছে, এর মধ্যে কিন্তু শুধু বেতন বোনাস না, নানা ধরনের সমস্যা আছে সেগুলো নিয়ে। যেমন, কোনো প্রতিষ্ঠান মালিক বন্ধ করে দিয়েছে, কিন্তু টাকা দিচ্ছে না, আবার সরকার যে ৪ শতাংশ বেতন বাড়াতে বলেছে, সেটাও অনেক মালিক করছেন না- এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা তাদের দাবিতে মাঠে নামছেন।”এর আগে গত বুধবার বকেয়া বেতন, ঈদ বোনাসের ঘোষণা ও বকেয়া ছুটির টাকার দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন খান টেক্স লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে, অধিকাংশ শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া আছে। এসব বেতন পরিশোধের দাবিতে আন্দোলন চলছে।পাওনা পরিশোধের তারিখ ঘোষণ করা হলেও তা পরিশোধ করা হয়নি। এ ছাড়া শ্রমিকদের ছুটির টাকা ও নারীদের মাতৃত্বকালীন টাকাও বকেয়া আছে। শ্রমিকেরা চান পাওনা পরিশোধের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক, তা না হলে কঠোর আন্দোলনে নামতে চান তারা।

২০ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

এবারের ঈদের আগের পরিস্থিতি একটু ভিন্ন। গত বুধবার রাজধানীর বিজয়নগর শ্রম ভবনে আয়োজিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-র বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শ্রমিকদের বকেয়া বেতন, বোনাসসহ সকল পাওনা ২০ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছাড়াও সভায় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-র সদস্য হিসেবে শ্রমিকপক্ষ, মালিকপক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, শিল্পাঞ্চল পুলিশ, সেনাবাহিনীর প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ৭টি বিষয়ে যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলোর মধ্যে আছে :১. আসন্ন ঈদ-উল-ফিতরcর পূর্বে কোনো শ্রমিককে চাকরিচ্যুত বা ছাঁটাই করা যাবে না।

২. কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিরা আলোচনা করে শ্রম আইন অনুযায়ী দ্রুত ঈদ-উল-ফিতরের ছুটি কখন থেকে শুরু হবে তা নির্ধারণ করবেন। এক্ষেত্রে পার্শ্ববর্তী কারখানার সঙ্গে সামঞ্জস্যতা রক্ষা করা বাঞ্ছনীয়।

৩. শ্রমিকদের বকেয়া বেতন, বোনাসসহ সকল পাওনা ২০ রমজানের মধ্যে কারখানা কর্তৃপক্ষকে পরিশোধ করতে হবে। শ্রমিকদের মার্চ মাসের বেতনের কমপক্ষে ১৫ দিনের বেতন মালিকপক্ষ তাদের সক্ষমতা অনুযায়ী দেবে।

৪. বিজিএমইএ এবং বিকেএমইএসহ মালিক পক্ষের ক্যাশ ইনসেনটিভ বাবদ সরকারের কাছে পাওনা পরিশোধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হবে।

৫. আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রমিকদের পাওনাদি পরিশোধ, ছুটি সংক্রান্ত বিষয়সহ সার্বিক পরিস্থিতির উপর আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় সজাগ দৃষ্টি রাখবে।৬. সার্বিক পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গঠিত কমিটির পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শ্রম)-এর নেতৃত্বে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হবে। কমিটিতে শ্রমিক-মালিক পক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/সংস্থার প্রতিনিধিগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এবং

৭. বিভিন্ন শিল্প কারখানার শ্রমঘন এলাকায় ২৮ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকগুলো খোলা রাখতে হবে।

৫০০ পোশাক কারখানায় অস্থিরতার আশঙ্কা

---বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদনে ঈদুল ফিতরের আগে বেতন ও উৎসব ভাতা পরিশোধ নিয়ে প্রায় ৫০০টি পোশাক কারখানায় অস্থিরতার আশঙ্কার কথা জানিয়েছে। প্রতিবেদনে ৩৬টি কারখানাকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ছুটির আগে সময়মতো অর্থ প্রদান নিশ্চিত করতে আর্থিক সহায়তার প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।ঈদের আগে পোশাক শিল্পের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে সরকার রপ্তানিমুখী শিল্পগুলোকে নগদ প্রণোদনা হিসেবে ২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ১০০০ কোটি টাকা গত ১৩ মার্চ এবং বাকি ১০০০ কোটি টাকা ৫ মার্চ ছাড় করা হয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এই পদক্ষেপ নিয়েছে। ঈদের আগে শ্রমিকদের সময়মতো বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে তিনি সরকারের কাছে আবেদন করেছিলেন।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “আমরা (বিজিএমইএ ও বিকেএমইএ) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বৈঠক করেছি। সেখানে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, শ্রম মন্ত্রণালয়, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ব্যাংকগুলোকে এই নগদ প্রণোদনা দিয়ে ঋণ সমন্বয় না করার অনুরোধ জানানো হয়েছে।” ঈদের ছুটির আগে অতিরিক্ত ২ হাজার কোটি টাকা ছাড়ের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন সংগঠনের নেতারা।



এ পাতার আরও খবর

যুক্তরাজ্যে ট্রাম্পের নানার বাড়িতে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে ট্রাম্পের নানার বাড়িতে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউর
গাজায় বড় আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল গাজায় বড় আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল
হামাস নেতাদের উপর বিদেশে আবারো হামলা চালাতে পারে ইসরায়েল হামাস নেতাদের উপর বিদেশে আবারো হামলা চালাতে পারে ইসরায়েল
ইসরায়েলকে ঠেকাতে ব্যবস্থা নেবেন আরব-মুসলিম নেতারা ইসরায়েলকে ঠেকাতে ব্যবস্থা নেবেন আরব-মুসলিম নেতারা
আপনাদের সঙ্গে পূজা উপলক্ষ্যে বছরে একবার সামনাসামনি দেখা হয়: প্রধান উপদেষ্টা আপনাদের সঙ্গে পূজা উপলক্ষ্যে বছরে একবার সামনাসামনি দেখা হয়: প্রধান উপদেষ্টা
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের আসাম রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের আসাম
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা
জাকসু নির্বাচনে ২৫ পদের ২০টিতেই জিতল ছাত্রশিবির-সমর্থিত প্যানেল জাকসু নির্বাচনে ২৫ পদের ২০টিতেই জিতল ছাত্রশিবির-সমর্থিত প্যানেল
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

আর্কাইভ

যুক্তরাজ্যে ট্রাম্পের নানার বাড়িতে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউর
গাজায় বড় আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল
হামাস নেতাদের উপর বিদেশে আবারো হামলা চালাতে পারে ইসরায়েল
ইসরায়েলকে ঠেকাতে ব্যবস্থা নেবেন আরব-মুসলিম নেতারা
আপনাদের সঙ্গে পূজা উপলক্ষ্যে বছরে একবার সামনাসামনি দেখা হয়: প্রধান উপদেষ্টা
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের আসাম
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা
জাকসু নির্বাচনে ২৫ পদের ২০টিতেই জিতল ছাত্রশিবির-সমর্থিত প্যানেল
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ