
সোমবার, ৫ মে ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছে আরাকান আর্মি
বাংলাদেশ সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছে আরাকান আর্মি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: অন্তত গত ৩ মে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবহর সদৃশ দৃশ্যের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির দৃশ্য।রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির দৃশ্যের নয় বরং, অন্তত গত মার্চ মাস থেকেই আলোচিত ভিডিওটি ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার সীমান্তে বিরাজমান উত্তেজনার ভিডিও হিসেবে অনলাইনে প্রচার হয়ে আসছে।এছাড়াও ইথিওপিয়া ও ইরিত্রিয়া প্রসঙ্গে গত মার্চ মাসে আরো একাধিক এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে উক্ত ঘটনার ভিডিও প্রচার হতে দেখা যায়।
উল্লেখ্য যে, পরবর্তীতে গত এপ্রিলে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার প্রসঙ্গেও আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।অর্থাৎ, আলোচিত ভিডিওটি বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির দৃশ্যের ভিডিও শীর্ষক দাবিটি প্রচারের আগে থেকেই উক্ত ভিডিওটি ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার সীমান্তে বিরাজমান উত্তেজনার দৃশ্য দাবিতে প্রচার হয়ে আসছে।
সুতরাং, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির দৃশ্য দাবিতে প্রচারিত বিষয়টি মিথ্যা।