
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দিবে: মালয়েশিয়া
বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দিবে: মালয়েশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সরকার এখন থেকে বাংলাদেশি কর্মীরা মাল্টিপল অ্যান্ট্রি ভিসা দিবে। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল অ্যান্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়ার সরকার।
মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল অ্যান্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে।