সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা
পাকিস্তানে সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে সোমবার একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী ও বন্দুকধারীদের হামলা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম ডনকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারি–এফসি সদর দপ্তরে হামলা হয়েছে।
পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ডা. মিয়ান সাঈদ আহমদ বলেন, ‘এফসি সদর দপ্তর হামলার মুখে। আমরা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছি এবং পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে।’
নিরাপত্তা সূত্রগুলো জানায়, এফসি সদর দপ্তরের মূল ফটকে এক আত্মঘাতী হামলাকারী নিজের শরীরে বাঁধা বিস্ফোরক নিয়ে বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের পর গুলির শব্দও শোনা গেছে। সূত্রগুলো আরও জানায়, এ পর্যন্ত দুই জন সশস্ত্র হামলাকারীকে হত্যা করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে রয়টার্সকে বলেন, ‘প্রথম আত্মঘাতী হামলাকারী সদর দপ্তরের মূল প্রবেশপথে আক্রমণ চালায়, আর দ্বিতীয়জন ভেতরে প্রবেশ করে।’
সম্প্রতি পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। ২০২২ সালের নভেম্বর সরকার সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে তেহরিক–ই–তালেবান পাকিস্তান–টিটিপি নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের ওপর হামলার ঘোষণা দেওয়ার পর এসব ঘটনার হার আরও বাড়ে।
গত সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় এফসি সদর দপ্তরে হামলার চেষ্টা নস্যাৎ করে ছয়জন সৈন্য নিহত এবং পাঁচজন হামলাকারী মারা যায়।
পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এ হামলা ‘ইন্ডিয়ান প্রক্সি ফিতনা–আল–খাওয়ারিজ’ নামের একটি গোষ্ঠী চালায়। সরকার যেটিকে নিষিদ্ধ টিটিপি–সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বর্ণনা করতে ব্যবহার করে।




লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ৯০ জন গ্রেপ্তার
ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ভুটান বাংলাদেশের প্রতিবেশী এবং বন্ধুত্বপূর্ণ দেশ : প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ঢাকায় দুবার ভূমিকম্প অনুভূত, ভূমিকম্পের সময় কী করবেন, কী করবেন না
বাংলাদেশে মৃত্যুদণ্ডের বিপক্ষে :জাতিসংঘ
পাকিস্তানের নির্দেশেই শেখ হাসিনার রায় হয়েছে: শুভেন্দু
গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের জাতিসংঘের সমর্থন
লিবিয়া উপকূলে ১০০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকাডুবি, ২৬ বাংলাদেশী ৪ লাশ উদ্ধার
কপ৩০’র পাশেই বিকল্প জলবায়ু সম্মেলন 