রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » দিল্লিতে হাইকমিশনে হামলা নিয়ে ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান বাংলাদেশের
দিল্লিতে হাইকমিশনে হামলা নিয়ে ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান বাংলাদেশের
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে যা ঘটেছে, সে বিষয়ে ভারতের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা বাংলাদেশ গ্রহণ করছে না। কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব— এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ও আপত্তি যথাযথভাবে জানানো হয়েছে।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হয়ে বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তোলেন। তার দাবি, এ ঘটনায় কোনো নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি হয়নি এবং কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ওই দলকে ছত্রভঙ্গ করে দেয়।
রণধীর জয়সওয়াল আরও বলেন, ঘটনাটির দৃশ্যমান প্রমাণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। পাশাপাশি তিনি জানান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি দীপু চন্দ্র দাস হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানান।
এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রশ্নে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে।




পাকিস্তান মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান পেয়েছে : ফিল্ড মার্শাল মুনির
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, বিভ্রান্তিকর প্রচারণা : মুখপাত্র
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা: ভলকার তুর্ক
বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে দূতাবাসগুলোকে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়
আগেভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ‘টানাপোড়েন আছে’: পররাষ্ট্র উপদেষ্টা
বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন: ট্রাম্প
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়, মোদীর পোস্ট 