মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ভেনেজুয়েলায় নির্বাচন কবে, জানাল হোয়াইট হাউস
ভেনেজুয়েলায় নির্বাচন কবে, জানাল হোয়াইট হাউস
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্রের থেকে: ভেনেজুয়েলায় কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন হোয়াইট হাউস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই মন্তব্য করেন।
লেভিটের এই মন্তব্য এমন সময়ে আসলো যখন ভেনেজুয়েলার বিতর্কিত বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনের কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও জানাননি ট্রাম্প।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ওপর ট্রাম্পের আস্থা আছে কি না—এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন, ভেনেজুয়েলার নেতৃত্বের বিষয়ে ট্রাম্প অত্যন্ত ‘সঠিক ও বাস্তবসম্মত মূল্যায়ন’ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, রদ্রিগেজ ও তার দল যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যথেষ্ট সহযোগিতামূলক’ আচরণ করছেন। এর উদাহরণ হিসেবে তিনি গত সপ্তাহে স্বাক্ষরিত জ্বালানি চুক্তির কথা উল্লেখ করেন।
লেভিট বলেন, ‘আমরা দুই দেশের মধ্যে চমৎকার পর্যায়ের সহযোগিতা লক্ষ্য করেছি এবং প্রেসিডেন্ট প্রত্যাশা করেন যে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’




নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প
ওয়াশিংটনে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আন্ডার সেক্রেটারি জরুরি বৈঠক
প্রতিশ্রুত অর্থ দিতে ট্রাম্প আইনত বাধ্য: জাতিসংঘ
আটলান্টিকে দুটি তেলের জাহাজ আটকালো অ্যামেরিকা
মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশ, লাগবে সাড়ে ১৮ লাখ টাকা পর্যন্ত
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোকে আটক ‘সবকিছুই তেলের জন্য’
হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মেয়র মামদানি
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে তুলে নেওয়ার নিন্দায় রাশিয়াসহ বিশ্বের অনেক দেশ 