বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » প্রেসিডেন্ট রুহানির বিরুদ্ধে ছয় দেশে বিক্ষোভ
প্রেসিডেন্ট রুহানির বিরুদ্ধে ছয় দেশে বিক্ষোভ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির বিরুদ্ধে একই সঙ্গে ছয় দেশে বিক্ষোভ হয়েছে। কয়েক দিন ধরে চলা বিক্ষোভ মঙ্গলবারও (১৪ জানুয়ারি) অব্যাহত ছিল।এর আগে সোমবার হাসান রুহানির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ হয়। তেহরানের পাশাপাশি সুইডেন, জার্মানি, কানাডা, ব্রিটেন ও ইউক্রেনেও বিক্ষোভ হয়েছে।
এদিকে সরকারবিরোধী এ বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জানাচ্ছে পশ্চিমা দেশগুলো। ইতিমধ্যে বিক্ষোভকারীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানি।