মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » খাদ্যনালীর মাধ্যমেও করোনাভাইরাসের সংক্রমণ ঘটতে পারে
খাদ্যনালীর মাধ্যমেও করোনাভাইরাসের সংক্রমণ ঘটতে পারে
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:করোনাভাইরাস ২০১৯-এনসিওভি’র সংক্রমণ খাদ্যনালীর মাধ্যমেও ঘটতে পারে বলে জানিয়েছে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া।রোগীর মল এবং পায়ু থেকে নেয়া নমুনায় এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। আর এ ভাবে খাদ্যনালীর মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়ার বিষয়টি বের করেছেন উহান বিশ্ববিদ্যালয়ের রেনমিন হাসপাতাল এবং চীনের সায়েন্স একাডেমির উহান ইন্সটিটিউট অব ভাইরোলজি। এই দুই সংস্থার চিকিৎসা- বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন এ ভাইরাসে আক্রান্ত কোনও কোনও রোগীর প্রাথমিক পর্যায়ে জ্বর দেখা দেয় নি। বরং তাদের দেখা দিয়েছিল ডায়রিয়া বা পাতলা পায়খানা।আর এর মানে দাঁড়াচ্ছে, হাঁচি-কাশি নয় বরং এটি হয়ত মুখ পথে খাদ্যনালীর মাধ্যমে ২০১৯-এনসিওভি শিকার হয়েছেন এ সব রোগী। এ ছাড়া, এমন রোগীদের প্রথমে জ্বরও দেখা দেয় নি। এদিকে এর আগে, রোগী দেহে এ ভাইরাসের উপস্থিতি খুঁজে বের করার জন্য শ্বাসতন্ত্র থেকে নমুনা নিয়েছেন। নিউমোনিয়ার আক্রান্ত রোগীর শ্বাসতন্ত্র থেকে এ ভাবে নতুন সংগ্রহ করা হয়েছে। কিন্তু পাতলা পায়খানা বা ডায়রিয়া থাকলেও হাঁচি-কাশি বা জ্বরের উপসর্গ না থাকলে সে সব রোগীকে এড়িয়ে গেছেন বিজ্ঞানীরা। অর্থাৎ তাদের শরীরে করোনাভাইরাস আছে কিনা তা পরীক্ষা করে দেখার প্রয়োজন অনুভব করেন নি তারা। সংশ্লিষ্ট ভাইরাসের কারণে ১০ থেকে ২০ শতাংশ রোগীর প্রথমে ডায়রিয়া হয়েছে। আমেরিকায় যে প্রথম আক্রান্ত রোগীরও ডায়রিয়ায় শিকার হয়েছিলেন।
এর আগে, করোনাভাইরাস ২০১৯-এনসিওভিকে নোভেল বা অভূতপূর্ব হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।




বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে: সারাহ কুক
ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: জয়শঙ্কর
যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত
দিল্লিতে মোদি-পুতিন বৈঠক, ভারত-রাশিয়া কি চুক্তি হয়েছে?
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে আর ৩০টির দেশ
ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প
পুতিনের ‘উড়ন্ত ক্রেমলিন’ যেন এক রাজপ্রাসাদ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাসহ অত্যাধুনিক প্রযুক্তির ভরপুর
কেন-স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন
পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে চেয়েছিলেন মাদুরো, রাজি হননি ট্রাম্প-রয়টার্স
তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান,সফল ভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম 