বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » উড়ে এসে জুড়ে বসেছে বিজেপি, মানুষ তাদের তাড়াবে- মমতা
উড়ে এসে জুড়ে বসেছে বিজেপি, মানুষ তাদের তাড়াবে- মমতা
বিবিসি২৪নিউজ,কলকাতা প্রতিনিধি:শাহীন বাগ-জামিয়ায় গুলি চালানোর ঘটনায় বিজেপি নেতাদের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, একদল গুণ্ডা বলছে গোলি চালা দো, তাদের আগে বিজেপি নেতারাও বলছেন, গুলি চালাও। আসলে বিজেপি উড়ে এসে জুড়ে বসেছে। আপনাদের (বিজেপি) যেতে হবে, কারণ মানুষ তাড়াবে।বুধবার কৃষ্ণনগরের জনসভায় এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, উনি তো যোগী নয়, আসলে ভোগী। তবে উনি ভোগ করুন। সেই সঙ্গে তিনি স্পষ্টতই দাবি করেন, জামিয়ায় ও শাহিনবাগের বাইরে গুলি চালানোর ঘটনা শান্তিপূর্ণ মানুষকে সন্ত্রস্ত করানোর জন্যই ঘটানো হচ্ছে।
কলকাতার পার্ক সার্কাসের মহিলা-শিশুদের আন্দোলনকে হুমকি দিয়ে বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের মেয়েরা হাতে শুধু কাঁচের চুড়ি পড়ে বসে আছে, এটা ভাববেন না। ওরা রান্না করতেও জানে, আবার হাতে হাতা খুন্তি ধরতেও জানে।
কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে মমতা বলেন, কর নিয়ে বাজেটে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের সবকিছু বেচে দিচ্ছে ওরা। বিএসএনএল, এলআইসি, এয়ার ইন্ডিয়া কিছুই আর থাকবে না। মোদীকে কটাক্ষের সুরে তিনি বলেন, যিনি নিজেকে চৌকিদার বলে দাবি করেন, সে শুধুই ভোটের সময় মানুষের প্রতি যত্নশীল আর সারাবছর কোনও অসুবিধার খেয়াল রাখেন না।




আগেভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ‘টানাপোড়েন আছে’: পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আরও ৫ দেশ
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ
বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন: ট্রাম্প
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়, মোদীর পোস্ট
ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি
বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করেছেন ভারত
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর
মস্কোতে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭ 