সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভোট যাকেই দিন সবার মুখ্যমন্ত্রী আমি: কেজরিওয়াল
ভোট যাকেই দিন সবার মুখ্যমন্ত্রী আমি: কেজরিওয়াল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আম আদমি পার্টির নেতা হিসেবে ভোটে জিতলেও মুখ্যমন্ত্রী তিনি সবার।রোববার তৃতীয়বার শপথ নিয়ে কেজরিওয়াল বললেন, কেউ বিজেপি, কেউ কংগ্রেসকে ভোট দিতেই পারেন। কিন্তু শপথের পর আমি সবার মুখ্যমন্ত্রী।
যে কোনো দলের, ধর্মের লোক প্রয়োজনে আমার সঙ্গে দেখা করতে পারেন। আগের মতো এবারও কাজের ক্ষেত্রে কোনো দল বিচার করা হবে না।
নিজের প্রথম বক্তৃতাতেই রোববার কেজরিওয়াল স্পষ্ট করে দেন, আগামী দিনে কেন্দ্রের সঙ্গে সংঘাতে যাওয়ার পক্ষপাতী তিনি নন।
‘সবার মুখ্যমন্ত্রী’ হিসেবে দিল্লির উন্নয়নে তাল মিলিয়ে চলতে চান কেন্দ্রের সঙ্গে। দিল্লির উন্নয়নে নরেন্দ্র মোদির আশীর্বাদও প্রার্থনা করেন কেজরিওয়াল।
রামলীলা ময়দানে ঢুকলেন কেজরিওয়াল সাদা শার্টের ওপরে মোটা লাল ফুলহাতা সোয়েটার পরে, যা তার ফ্যাশন স্টেটমেন্টে পরিণত।
দুপুর সোয়া ১২টায় কেজরিওয়ালের নাম ঘোষণা মাত্র উল্লাসে ফেটে পড়েন জনতা। শপথ নেন মণীশ সিসৌদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাস গহলৌত, ইমরান হুসেন ও রাজেন্দ্র পাল গৌতম।
নতুন মুখ বা কোনো নারী সদস্যকে কেন মন্ত্রিসভায় রাখা হলো না, সে বিষয়ে আপের যুক্তি- গত সরকারে ভালো কাজ করেছেন ওই মন্ত্রীরা। নতুন মন্ত্রীর কাজ বুঝতে সময় লাগবে। তাই পুরনো মুখেই ভরসা করেছেন কেজরিওয়াল।
শপথগ্রহণ শেষে উপ-রাজ্যপাল অনিল বৈজল চলে যেতেই রাজধানীবাসীকে ধন্যবাদ জানিয়ে কেজরিওয়াল বলেন, এটা দিল্লিবাসীর জয়। গ্রামে ফোন করে বলুন, আপনাদের ছেলে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে।




ইরানে আরও হামলার পক্ষে নেতানিয়াহু, ট্রাম্পের না
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই
বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পাল্টা তলব
মেয়েকে নিয়ে কিম জং উন-এর বিলাসবহুল রিসোর্ট উদ্বোধন
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ, ভেতরে ঢোকার চেষ্টা
পাকিস্তান মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান পেয়েছে : ফিল্ড মার্শাল মুনির
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, বিভ্রান্তিকর প্রচারণা : মুখপাত্র
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন 