রবিবার, ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » ব্যবসার ক্ষতি পুষিয়ে আনা সম্ভব: বাণিজ্যমন্ত্রী
ব্যবসার ক্ষতি পুষিয়ে আনা সম্ভব: বাণিজ্যমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, চীনে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যতটুকু ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া সম্ভব। রবিবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) আয়োজিত এক ওয়ার্কশপে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ে সারা পৃথিবী তোলপাড়। ফলে যে ক্ষতি হচ্ছে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বিশ্বে আমাদের দূতাবাসগুলোও কাজ করছে। চীনের পরিস্থিতি পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাদের ব্যবসা বাণিজ্য খুলছে, আশা করি ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
করোনাভাইরাসের কারণে পরিস্থিতি খুব বেশি খারাপ হয়নি দাবি করে মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হলে তাদের প্রণোদনা মিলবে কিনা তা পর্যবেক্ষণ করছে সরকার।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি-রপ্তানির আড়ালে অর্থপাচারের ঘটনায় আমাদের কিছু করার নেই। তবে সরকার অর্থপাচারের বিষয়ে তদন্ত করছে, খোঁজ নেওয়া হচ্ছে। যে কোনো মূল্যেই হোক টাকা পাচার বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, গত বছর আমাদের গ্রোথ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভালো অবস্থানে ছিলো। আমাদের জিডিপি ছিলো ৮ দশমিক এক শতাংশ। তাছাড়া অর্থনীতির সব সূচক ছিলো উর্ধ্বমুখী। ডায়নামিক লিডারশিপ শেখ হাসিনার কারণেই এসব সম্ভব হয়েছে।
আইসিসির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ওয়ার্কশপে আরও বক্তব্য দেন আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান ও সিইও মুহাম্মদ এ রুমি আলী, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, আইসিসির সহসভাপতি রোকেয়া আফজাল প্রমুখ।




শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না
বিশ্বের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ বাংলাদেশ: বিশ্বব্যাংক
বাংলাদেশের ৩ টার্মিনাল যাবে বিদেশিদের হাতে
পৃথিবীতে সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি অধ্যাপক ইউনূসের আহ্বান
বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট ৫০ শতাংশ
যুক্তরাষ্ট্রকে ‘প্যাকেজ প্রস্তাব’ দেবে বাংলাদেশ
অন্তর্বর্তী সরকারের আর্থিক খাতে পদক্ষেপের প্রশংসা বিশ্বব্যাংকের
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যের বাইরের শর্ত নিয়েই মূল দরকষাকষি
ট্রাম্পের শুল্কের লক্ষ্য এশীয় দেশগুলো 