মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের মধ্যেও ইয়েমেনের রাজধানী সানায় নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। বিমান হামলায় অন্তত একজন নিহত দু জন আহত হয়েছেন।
ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে এবং দক্ষিণাঞ্চলীয় জিজান শহরে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দুদিন পর সৌদি জোট এই বিমান হামলা চালালো।
ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় প্রেসিডেন্ট ভবন ও সামরিক ঘাঁটিসহ বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনায লক্ষ্য করে সৌদি জোট বিমান হামলা চালায়।সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর হামলা চালায় ইয়েমেনিরা
২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আঞ্চলিক মিত্র দেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনারা সৌদি জোটের আগ্রাসন রুখে দাঁড়িয়েছে। শুধু ২০১৯ সালেই হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের ভেতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ১,৬৮৬ বার হামলা চালিয়েছে।
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সৌদি জোট ইয়েমেনে আগ্রাসন চালিয়েছিল। তবে এ পর্যন্ত তাদের কোনো লক্ষ্য অর্জতি হয় নি বরং ইয়েমেনের বেসামরিক জনগণ সৌদি জোটের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।#




দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
সম্রাটদের সমাধিসহ বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর চালু মিশরে
চীনের জন্য বিশেষ সুযোগ করে দিল যুক্তরাষ্ট্র
পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কতদূর গড়াতে পারে?
১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের
হামাস-ইসরায়েল শান্তিচুক্তিতে গাজাবাসীর আনন্দ উদযাপন
বিশ্বের জন্য মহান দিন আজ, দারুণ ও আনন্দের দিন: ট্রাম্প
চীন থেকে ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 