রবিবার, ১৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় » জরুরি সেবার নামে কেউ বাড়িতে এলে পুলিশে ফোন দেওয়ার আহ্বান
জরুরি সেবার নামে কেউ বাড়িতে এলে পুলিশে ফোন দেওয়ার আহ্বান
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশের করোনা পরিস্থিতিতে আক্রান্তের তথ্য সংগ্রহ বা জরুরি সেবার নামে কেউ বাড়িতে এলে ৯৯৯ অথবা নিকটস্থ থানায় ফোন করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (১৮ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা দেশ্যবাসীর প্রতি এ অনুরোধ জানান।
তিনি বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, করোনা রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার নামে কিছু দুষ্কৃতিকারী সাধারণ মানুষের বাড়িতে গিয়ে অপরাধ সংঘটিত করছে। ফলে এ পরিস্থিতিতে কোনো অবস্থাতেই আগন্তুকের পরিচয় অথবা কার্যক্রমের বৈধতা সম্পর্কে নিশ্চিত না হয়ে গৃহে প্রবেশ করতে দেওয়া যাবে না।
সন্দেহ হলে নিকটস্থ থানাকে অবহিত করতে অথবা ৯৯৯ নম্বরে ফোন করে আগন্তুকদের পরিচয় নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ পুলিশ সব সময় দেশবাসীর পাশে রয়েছে। এ ধরনের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া
বিজয় দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল
আজ মহান বিজয় দিবস
দেশে মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে সিইসি
ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি
দেশের কেউ ম্যান্ডেট দেয়নি যে এত দিনের মধ্যে নির্বাচন দিতে হবে’
শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তেঁতুলিয়া তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে
দেশব্যাপী ভূমিকম্প অনুভূত, ঢাকায় নিহত ৩
পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া প্রণয়ন, উপদেষ্টা পরিষদে পাঠানো হবে
বাংলাদেশে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হতে যাচ্ছে শুক্রবার, কী থাকছে এই সনদে 