রবিবার, ২৪ মে ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » বাংলাদেশে ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত ১৮৭৩, মৃত্যু ২০
বাংলাদেশে ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত ১৮৭৩, মৃত্যু ২০
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা:বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৭৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ২০ জনের।
এর ফলে বাংলাদেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩২, ০৭৮ জন। সব মিলিয়ে বাংলাদেশে এই রোগে ৪৫২ জন মারা গেলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, ১০ হাজার ৮৩৪ নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত করা হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৭৬ জন।
এর আগে শুক্রবার ১৬৯৪ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ। সেদিন ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫২ লক্ষ ১৫ হাজার মানুষ। তাদের মধ্যে ৩ লক্ষ ৩৮ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের মোট ১৮৮টি দেশ বা অঞ্চলে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।
বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় আটই মার্চ। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ই মার্চ।




সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও: হেলথ পলিসি ওয়াচ
বাংলাদেশিদের কিডনি পাচার হচ্ছে ভারতে: আল-জাজিরা
ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ নির্দেশনা
বাংলাদেশে বড় হাসপাতাল করতে চায় চীন
যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে কোটি প্রাণ ঝুঁকিতে
চলতি বছরে মিলবে ক্যান্সারের ভ্যাকসিন’
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুনরায় যোগ দেয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বিদায় নিচ্ছে যুক্তরাষ্ট্র: জাতিসংঘ
এমবিবিএস : ৪১ পেয়ে কোটায় ভর্তি, বঞ্চিত ৭০ পেয়েও! 