রবিবার, ১১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ফেনী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৩ বাসযাত্রী নিহত
ফেনী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৩ বাসযাত্রী নিহত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদকঃ ফেনীতে খোলা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তিন বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি। আহত ১১ জনকে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন রাজশাহীর মনিরুল (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল কুদ্দুছ (২৫), নাটোরের ফারুক হোসেন (২০), বেলাল (৫৫), সজল (২২), আরিফুল ইসলাম (৩৫) ও আশিক (১৭), চাঁপাইনবাবগঞ্জের রুবেল (৩০), ফেনীর সোনাগাজীর দুলাল (৫০), কিশোরগঞ্জের আজাহারুল ইসলাম (২২) ও পাবনার রন্দু খান (২৪)। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
খোলা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বাসের ৩ যাত্রী নিহত হয়েছেন। ফতেহপুর রেলগেট এলাকা, ফেনী, ১১ অক্টোবর
খোলা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বাসের ৩ যাত্রী নিহত হয়েছেন। ফতেহপুর রেলগেট এলাকা, ফেনী,
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ফতেহপুর রেলক্রসিং এলাকায় বিকট শব্দে স্থানীয়দের ঘুম ভাঙে। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, দুর্ঘটনা ঘটেছে। এ সময় তাঁরা উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফেনী সদর-থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়।
ফেনী রেলস্টেশনের জিআরপি পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামে যাচ্ছিল। আর ‘ঢাকা মেইল’ নামের ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। ফতেহপুর রেলক্রসিংটি খোলা ছিল, কোনো রেলবার ছিল না। ফলে বাস ও ট্রেন একসঙ্গে রেলক্রসিংটি পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় তিনজন নিহত ও ১১ জন আহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেন ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম। তিনি বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য ফেনী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ
ভোটার হলেন তারেক, ভোটার হতে নিবন্ধন করলেন জাইমা রহমান
ইরানে আরও হামলার পক্ষে নেতানিয়াহু, ট্রাম্পের না
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান
বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী 