রবিবার, ১১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সিলেটে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যু
সিলেটে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যু
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রোববার সকালে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, মৃত্যুর আগে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে টাকা নিয়ে ফাঁড়িতে আসতে বলেছিলেন ওই যুবককে। পুলিশ বলছে, দুর্বৃত্তদের হামলায় আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর তাঁর মৃত্যু হয়।
নিহত রায়হান আহমেদ (৩৫) সিলেট নগরের আখালিয়া নেহারিপাড়া এলাকার মৃত হবিবুর রহমানের ছেলে। তিনি নগরের রিকাবীবাজার এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন।
এ ঘটনায় রোববার বেলা সাড়ে তিনটার দিকে আখালিয়া এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তাঁরা রায়হানের ‘হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের’ বিচারের দাবি জানান। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহত রায়হানের মামাতো ভাই আবদুর রহমান বলেন, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাসা থেকে বাইরে বের হয়েছিলেন রায়হান। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল না। ডায়াগনস্টিক সেন্টারে কাজ শেষ করে বাড়ি ফিরতে তাঁর রাত ১২-১টা বাজত। তবে ওই দিন আর বাড়ি ফেরেননি। রোববার ভোররাত সাড়ে চারটার দিকে একটি অপরিচিত নম্বর থেকে তাঁর বাবা (সৎবাবা) রফিকুল ইসলামকে ফোন দিয়ে টাকা নিয়ে বন্দরবাজার ফাঁড়িতে আসতে বলেছিলেন রায়হান।
আমরা তার পায়ে একটি ছুরিকাঘাতের চিহ্ন দেখেছি। হাতের কয়েকটি নখ উল্টানো ছিল। তাকে পুলিশই নির্যাতন করে মেরে ফেলেছে। আমরা এর বিচার দাবি করছি।
রফিকুল ইসলাম বলেন, ফোন পেয়ে কিছু টাকা নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যাওয়ার পর সেখানে এক পুলিশ সদস্য ছিলেন। তিনি সকাল সাড়ে ৯টা-১০টার দিকে ফাঁড়িতে আসতে বলেন। সে সময় ১০ হাজার টাকা সঙ্গে নিয়ে আসতে বলেছিলেন। ওই পুলিশ সদস্য বলেছিলেন, যাঁরা রায়হানকে ধরে নিয়ে এসেছেন তাঁরা ফাঁড়িতে নেই, সবাই ঘুমিয়ে গেছেন। সে সময় রায়হানের সঙ্গে দেখা করতে চাইলেও দেখা করতে দেওয়া হয়নি। রফিকুল বলেন, ‘যে নম্বর থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে ওই নম্বর সম্ভবত পুলিশ সদস্যের। ওই নম্বরে এখন যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরছে না।’
রায়হানের মামাতো ভাই আবদুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে ফাঁড়িতে যাওয়ার পর রায়হান ফাঁড়িতে নেই হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর রায়হান মারা গেছেন বলে জানা যায়। সে সময় তাঁর লাশ হিমাগারে ছিল।
আবদুর রহমান অভিযোগ করেন, ‘রায়হানকে পুলিশ নির্যাতন করে মেরে ফেলেছে। তবে পুলিশ বলেছে গণধোলাইয়ে মারা গেছে। তার গায়ে তেমন আঘাতের চিহ্ন নেই। আমরা তার পায়ে একটি ছুরিকাঘাতের চিহ্ন দেখেছি। হাতের কয়েকটি নখ উল্টানো ছিল। তাকে পুলিশই নির্যাতন করে মেরে ফেলেছে। আমরা এর বিচার দাবি করছি।’ রায়হানের নামে সিলেটের কোতোয়ালি থানায় একটি ছিনতাই ও মাদক মামলা রয়েছে, এমন তথ্য জানা নেই বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
হাসপাতালের কাগজপত্রে দেখা গেছে, রায়হানকে হাসপাতালে ভর্তি করা হয় সকাল ৬টা ৪০ মিনিটে, মৃত্যু হয় ৭টা ৫০ মিনিটে।
বন্দরবাজার ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া রোববার দুপুরে বলেছিলেন, রায়হানকে ছুরিকাহত অবস্থায় নগরের কাস্ট ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। রায়হান পুলিশকে ৫-৬ জন যুবক মিলে হামলার কথা জানিয়েছিলেন। তাঁর নামে একটি ছিনতাই ও মাদক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর সহযোগীরা ভাগ–বাঁটোয়ারা নিয়ে তাঁর ওপর হামলা চালিয়েছিল।
পুলিশ ফাঁড়িতে মৃত্যু ও পরিবারের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এসআই আকবর হোসেনকে সন্ধ্যায় আবারও ফোন দেওয়া হলে তিনি ফোন কেটে দেন।
সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মিত্র বলেন, যে মুঠোফোন নম্বর থেকে যুবকের পরিবারকে ফোন দেওয়া হয়েছিল, সেটি কার ফোন, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। নিহত যুবকের নামে কোতোয়ালি থানায় ছিনতাই ও মাদকের দুটো মামলা আছে। এসব বিষয়েও তদন্ত করা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।




ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
বাংলাদেশ সীমান্তে হঠাৎ কেন ভারতের সেনাঘাঁটির ভিত্তি স্থাপন
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
বিএনপি প্রার্থীর জনসংযোগে খুন, মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প
জলবায়ু তহবিলের ২১১০ কোটি টাকার দুর্নীতি: টিআইবি
ভারত–বাংলাদেশের ভিসা জালিয়াতি, কঠিন হচ্ছে কানাডা: সিবিসির প্রতিবেদন 