 বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়িলাপাং চরলাপাং ও চিত্রিসহ মেঘনা নদী ভাঙ্গনের ফলে নবীনগরের কয়েকটি গ্রাম বিলীন হওয়ার পথে ।দড়িলাপাং ও চরলাপাং গ্রামে গত কয়েকদিনে নতুন করে প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে । নিঃস্ব হয়ে গেছে গোটা ২০-২৫টি পরিবার। নবীনগর পশ্চিম ইউনিয়নের দড়ি লাপাং,চরলাপাং ও চিত্রী সহ মেঘনার পাড়ের দাসকান্দি, নজরদৌলত, কেদারখোলা, মানিকনগর, সাহেবনগর, নয়াপাড়া, শ্রীঘর, নাসিরাবাদ, সোনাবালুয়া, নুরজাহানপুর, মুক্তারামপুর, ধরাভাংগা গ্রাম মেঘনা নদীরপাড়ে অবস্থিত। অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করার ফলে প্রায় প্রতিবছরই নদী ভাঙ্গনে ওইসব গ্রামের ফসলী জমিসহ শত শত ঘর বাড়ি দোকান পাট মেঘনা নদী গর্ভে বিলীন হয়ে যায় ফলে মারাত্মক ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে এই গ্রামগুলো।
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়িলাপাং চরলাপাং ও চিত্রিসহ মেঘনা নদী ভাঙ্গনের ফলে নবীনগরের কয়েকটি গ্রাম বিলীন হওয়ার পথে ।দড়িলাপাং ও চরলাপাং গ্রামে গত কয়েকদিনে নতুন করে প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে । নিঃস্ব হয়ে গেছে গোটা ২০-২৫টি পরিবার। নবীনগর পশ্চিম ইউনিয়নের দড়ি লাপাং,চরলাপাং ও চিত্রী সহ মেঘনার পাড়ের দাসকান্দি, নজরদৌলত, কেদারখোলা, মানিকনগর, সাহেবনগর, নয়াপাড়া, শ্রীঘর, নাসিরাবাদ, সোনাবালুয়া, নুরজাহানপুর, মুক্তারামপুর, ধরাভাংগা গ্রাম মেঘনা নদীরপাড়ে অবস্থিত। অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করার ফলে প্রায় প্রতিবছরই নদী ভাঙ্গনে ওইসব গ্রামের ফসলী জমিসহ শত শত ঘর বাড়ি দোকান পাট মেঘনা নদী গর্ভে বিলীন হয়ে যায় ফলে মারাত্মক ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে এই গ্রামগুলো।
নতুন করে এ ভাঙ্গনের খবরে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মন্টু কুমার বিশ্বাস শুক্রবার(৩১.১০) বিকেলে ওই ২টি গ্রামসহ মেঘনা পাড়ের গ্রামগুলো পরিদর্শন করেন। তিনি বলেন,”এমপি মহোদয় বিষয়টি আমাদের অবগত করান,এই দুইটি গ্রামের অবস্থা শোচনীয়,এদের রক্ষায় তাৎক্ষনিক কিছু ব্যবস্থা নেয়া হবে। এ উপজেলায় নদী ভাঙ্গন রোধে বেড়ীবাধঁ নির্মান প্রকল্প আমাদের চলমান প্রক্রিয়া, পুরো অঞ্চলটি আমাদের প্রকল্পের আওতাধীন, কিছু অংশে বেড়ীবাধঁ নির্মান করা হয়েছে,কিছু অংশ জিয়ো ব্যাগ দিয়ে টিকিয়ে রাখা হয়েছে এবং পুরো অঞ্চলের প্রকল্প প্ল্যানিং কাজ প্রক্রিয়া প্রায় শেষদিকে। করোনা মহামারি কাজের কিছুটা বাধাঁ সৃষ্টি করেছে,আশাকরছি আগামী ২০২২ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে”।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মন্টু কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম,প্রধান প্রকৌশলী জহির উদ্দিন চৌধুরী,নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, নবীনগর উপজেলার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু,পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান ফিরুজ মিয়া, দড়িকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুত,নবীনগর পশ্চিম ইউনিয়নের কৃষক লীগের সভাপতি আব্দুল আজিজ,লোকমান হোসেন শিশু,পৌর যুবলীগের সিনিয়র সহ সভাপতি অলি আহাদ লিমন পৌর যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা রাফি,স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল ইসলাম পলাশ, সুমন উদ্দিন, আল মামুন পাশা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ওয়াসিম শিক্ষক নেতা মনিরুল ইসলাম কালন, নজরুল ইসলাম এবংনবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব ছাত্রলীগ নেতা মোহাম্মদ ওয়াসিম।





 চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে গোলাগুলি
    চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে গোলাগুলি     খাগড়াছড়িতে নিহত ৩, গুইমারায় থমথমে পরিস্থিতি
    খাগড়াছড়িতে নিহত ৩, গুইমারায় থমথমে পরিস্থিতি     কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
    কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক     গোপালগঞ্জের হত্যার ঘটনায় কেন ময়নাতদন্ত হয়নি
    গোপালগঞ্জের হত্যার ঘটনায় কেন ময়নাতদন্ত হয়নি     গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও ১ জনের মৃত্যু, নিহত বেড়ে ৫
    গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও ১ জনের মৃত্যু, নিহত বেড়ে ৫     গোপালগঞ্জে ৪ মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না: আইন ও সালিশ কেন্দ্র
    গোপালগঞ্জে ৪ মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না: আইন ও সালিশ কেন্দ্র     খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
    খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪     সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপিরনেতারা
    সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপিরনেতারা     গোপালগঞ্জে কারফিউ জারি
    গোপালগঞ্জে কারফিউ জারি     গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি
    গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি     
  
  
  
  
  
  
  
  
  
 