বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মিয়ানমারের বিজয়ী হয়েছে অং সান সুচির এনএলডি
মিয়ানমারের বিজয়ী হয়েছে অং সান সুচির এনএলডি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ৮ নভেম্বরের মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছে। মিয়ানমারের নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, সুচির দল এনএলডি ২০২০-এর নির্বাচনে পার্লামেন্টের ৫০০ আসনের মধ্যে ৩৯৯টি আসন পেয়েছে। ২০১৫ সালে প্রথমবারের নির্বাচনে এনএলডি পেয়েছিল ৩৯০টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২২টি আসন। তবে এই নির্বাচনে রোহিঙ্গাসহ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভোটাধিকার ছিল না। আর এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘসহ সক্রিয়বাদী নানা সংগঠন।
এদিকে, ইউরোপীয় ইউনিয়ন,যুক্তরাষ্ট্র, জাপানসহ অনেক দেশ এই নির্বাচনকে স্বাগত জানিয়েছে। তবে ঢাকায় বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণ বলছেন, এই নির্বাচনে অং সান সুচি বিজয়ী হয়েছেন, অন্যদিকে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা শরণার্থীরা।
মিয়ানমারের সাধারণ নির্বাচন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক, রাখাইন ও রোহিঙ্গা বিষয়ক লেখক-গবেষক এবং খ্যাতিমান বিশেষজ্ঞ ড. সি আর আবরার।




দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী 