বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন নেতৃত্বাধীনের কাছে আত্মসমর্পণ করে না রাশিয়া ও চীন: ল্যাভরভ
মার্কিন নেতৃত্বাধীনের কাছে আত্মসমর্পণ করে না রাশিয়া ও চীন: ল্যাভরভ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ এবং চীন পশ্চিমা চাপের কাছে কখনো নতি স্বীকার করবে না এবং মার্কিন ও পশ্চিমা মিত্রদের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা মেনে নেবে না।
গতকাল (মঙ্গলবার) ল্যাভরভ বলেন, “আমার কোনো সন্দেহ নেই যে, পশ্চিমারা এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা পুনর্বহালের চেষ্টা করছে কিন্তু এই ধরনের বিশ্বব্যবস্থা রাশিয়া এবং চীন কখনো মেনে নেবে না।” রাশিয়ার বার্তাসংস্থা তাস এই খবর দিয়েছে।
ল্যাভরভ বলেন, পশ্চিমারা এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চালুর চেষ্টা করছে। দিল্লি এবং মস্কোর মধ্যকার সহযোগিতা যাতে দুর্বল হয় সেজন্য ভারতের ওপর চাপ সৃষ্টি করেছে। পাশাপাশি তারা ভারতকে চীনের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ার জন্য চাপাচাপি করছে।
পশ্চিমা উসকানিতে ভারত-চীন সীমান্তে দীর্ঘদিন ধরে চলছে সামরিক উত্তেজনা
ল্যাভরভ স্পষ্ট করে বলেন, রাশিয়া ও ভারতের মধ্যকার প্রযুক্তিগত এবং সামরিক সহায়তা বাতিল করার জন্য নয়াদিল্লির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে আমেরিকা। এছাড়া, পশ্চিমা দেশগুলো ভারতকে চীন-বিরোধী যুদ্ধে জড়িয়ে দেয়ার জন্য চেষ্টা করছে। এজন্যই তারা ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি চালু করেছে এবং নাটকীয়ভাবে মস্কো-দিল্লির মধ্যকার অংশীদারিত্বকে দুর্বল করার চেষ্টা করছে।




ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প 