শনিবার, ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পম্পেও দম্পতির অনিয়ম খুঁজে পেয়েছে-মার্কিন তদন্তকারী সংস্থা
পম্পেও দম্পতির অনিয়ম খুঁজে পেয়েছে-মার্কিন তদন্তকারী সংস্থা
বিবিসি২৪নিউজ,খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তার স্ত্রী সুসান পররাষ্ট্র দপ্তরের তহবিল অপব্যবহার করেছেন। মার্কিন সরকারের একটি তদন্তকারী সংস্থা পম্পেও দম্পতির এই অনিয়ম খুঁজে পেয়েছে।
সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ১০০ বারেরও বেশি সময় পররাষ্ট্র দপ্তরের অর্থ-সম্পদ পম্পেও দম্পতি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এমনকি পররাষ্ট্র দপ্তরের কর্মচারীদেরকে দিয়ে তারা ব্যক্তিগত কাজ করিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মহাপরিদর্শকের কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, দম্পতি অনেক সময় অফিসের জিনিসপত্র নিজেদের কাজে ব্যবহার করেছেন, পররাষ্ট্র দপ্তরের বাইরের অনেক অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন, এমনকি নিজেদের পোষা প্রাণীর দেখভাল এবং ক্রিসমাসের কার্ড পাঠানোর কাজে কর্মচারীদেরকে ব্যবহার করেছেন।
রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গত ২০ জানুয়ারি পর্যন্ত মাইক পম্পেও দায়িত্ব পালন করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মহাপরিদর্শকের কার্যালয়ের প্রতিবেদনে উঠে আসা তথ্য তার জন্য বড় ধরনের বিপর্যয়।
পম্পেও ও তার স্ত্রী মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থ-সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ ওঠার পর ২০১৯ সালের অক্টোবর মাস থেকে এই তদন্ত শুরু হয়।




আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০বার ধ্বংস করা সম্ভব: ট্রাম্প
আবারও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা 