শিরোনাম:
●   আসন্ন নির্বাচন থেকে সরে গেলেন মাহফুজ আলম ●   কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ ●   খালেদা জিয়ার ৩টি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি ●   বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী ●   ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান ●   বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ ●   ভোটার হলেন তারেক, ভোটার হতে নিবন্ধন করলেন জাইমা রহমান ●   ইরানে আরও হামলার পক্ষে নেতানিয়াহু, ট্রাম্পের না ●   থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই ●   ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
BBC24 News
রবিবার, ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নারায়ণগঞ্জের কারখানায় আগুন লাগার ঘটনাটি এখনও জানা যায়নি কেন
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নারায়ণগঞ্জের কারখানায় আগুন লাগার ঘটনাটি এখনও জানা যায়নি কেন
১২৮৮ বার পঠিত
রবিবার, ১১ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জের কারখানায় আগুন লাগার ঘটনাটি এখনও জানা যায়নি কেন

---বিবিসি২৪নিউজ, মেহেদী হাসান, বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের কারখানায়- জুস, ক্যান্ডি, বিস্কিট, লাচ্ছা সেমাই তৈরি হতো এই কারখানায়। অভিযোগ উঠেছে, কারখানায় শতকরা ৩০ ভাগ শিশু শ্রমিক ছিল। ৫২ জনের মৃত্যুর খবর দিয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ১৬ জনই শিশুশ্রমিক। ৫১টি লাশ চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। ডিএনএ টেস্টের পরে হয়তো জানা যাবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় রহস্যময় আগুনের এখনো কোনো কূল কিনারা হয়নি।

জানা যায়নি, কেন এই কারখানায় আগুন লেগেছিল। কেন তালাবদ্ধ ছিল কারখানার চারতলা। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৮ ঘণ্টা সময় লাগলো কেন? কত শ্রমিকই বা সেসময় কর্মরত ছিল। শিশু শ্রমিকই বা কত? বকেয়া বেতন পরিশোধে মালিকরা কেন কথা রাখেনি। ভবন নির্মাণে ফায়ার সার্ভিসের অনুমোদন ছিল কিনা। শ্রমআইন লঙ্ঘন করে কীভাবে কারখানা চলছিল? এসব প্রশ্নের কোনো জবাব নেই।

বলা হচ্ছে, দুটি তদন্ত কমিটি কাজ করছে। সাতদিনের মধ্যে রিপোর্ট দেয়ার কথা। অতীতে দেখা গেছে, কোনো ঘটনা বা দূর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু আখেরে বেশিরভাগ তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখে না। আসলে এই কারখানায় কত শ্রমিক কাজ করতেন? একাধিক সুত্র জানায়, আটশ’র কাছাকাছি শ্রমিক কাজ করতেন। আগুনের ঘটনার সময় ৪০০ শ্রমিক কর্মরত ছিলেন। এদের বেতন ছিল খুব কম। দশ হাজার টাকার ওপরে কারো বেতন নয়।

আন্তর্জাতিক শ্রম সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানার চেষ্টা করছে, আসলে সেদিন কীভাবে আগুন লেগেছিল। কতভাগ শিশু শ্রমিক ছিল। বাংলাদেশের শ্রমআইন অনুযায়ী, শিশুশ্রম নিষিদ্ধ। পোশাক কারখানাগুলোতে আন্তর্জাতিক চাপে শিশু শ্রমিক আগের তুলনায় কম। বিজিএমইএ অবশ্য বলছে, পোশাক কারখানায় এখন আর শিশুশ্রমের সুযোগ নেই।

মালিকপক্ষ এখন জেলখানায়। রিমাণ্ডে তাদের কাছ থেকে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। পয়লা জুলাই বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ করেছিল। মালিকপক্ষ বলেছিল, ৫ই জুলাইয়ের মধ্যে বকেয়া দুই মাসের বেতন দেয়া হবে। ওভারটাইমের টাকা পরিশোধেরও অঙ্গীকার করে মালিকপক্ষ। ঈদের আগে বোনাস দেয়ার কথাও বলে। কিন্তু মালিকরা এক রহস্যজনক কারণে কথা রাখেনি। এ নিয়ে শ্রম অসন্তোষের মধ্যেই বৃহস্পতিবার এই কারখানায় আগুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে রোববার উচ্চ আদালতে রিট হয়েছে। আদালত কতজন শ্রমিক আহত, চিকিৎসাধীন তার একটি তালিকা প্রকাশ করার কথা বলেছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম রাষ্ট্রপক্ষকে এ আদেশ দেন। রিটের শুনানিতে আইনজীবী সারা হোসেন অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মৃত্যুর তথ্য তুলে ধরে ক্ষতিপূরণের জন্য হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ চান। ক্ষতিপূরণের নির্দেশনার ব্যাপারে বিচারপতি বলেন, তারা তো ক্ষতিপূরণের হকদার।

বিচারক বলেন, কতজন শিশু আহত বা নিহত হয়েছে এর একটা পূর্ণাঙ্গ চিত্র হয়তো দশ থেকে পনের দিনের মধ্যে পাওয়া যাবে। তখন ক্ষতিপূরণের বিষয়টি আমরা দেখবো। এর আগে মৃত দেহগুলো চিহ্নিত হয়ে যাক।



আর্কাইভ

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ
বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ
ভোটার হলেন তারেক, ভোটার হতে নিবন্ধন করলেন জাইমা রহমান
ইরানে আরও হামলার পক্ষে নেতানিয়াহু, ট্রাম্পের না
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান