সোমবার, ২৬ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকার সরকারি হাসপাতাল গুলোতে আইসিইউ ফাঁকা নেই
ঢাকার সরকারি হাসপাতাল গুলোতে আইসিইউ ফাঁকা নেই
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক,ঢাকাঃ রাজধানী ঢাকায় করোনা ডেডিকেটেড ১৬টি সরকারি হাসপাতালের মধ্যে সাতটিতে কোনও আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র ) বেড খালি নেই। সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, রাজধানীতে ১৬টি সরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে তিনটি হাসপাতালে সাধারণ শয্যা থাকলেও আইসিইউ নেই। এই তিনটি হাসপাতাল হলো— সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।
বাকি ১৩টির মধ্যে সাতটিতে সোমবার পর্যন্ত কোনও আইসিইউ বেড খালি নেই। এই সাতটি হাসপাতালের মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬টি বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০টি বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ৬টি বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০টি বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪টি বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০টি বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০টি বেডের সবক’টিতে রোগী ভর্তি রয়েছে।
এছাড়া অপর ৬টি হাসপাতালের মধ্যে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬টি বেডের মধ্যে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫টি বেডের মধ্যে ৫টি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৮টি বেডের মধ্যে ২টি, টিবি হাসপাতালের ১৬টি বেডের মধ্যে ১২টি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০টি বেডের মধ্যে ৫টি ও ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালের ২১২টি বেডের মধ্যে মাত্র ২৩টি বেড ফাঁকা রয়েছে।
অর্থাৎ, রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড ১৩টি হাসপাতালের মোট ৩৯৩টি আইসিইউ বেডের মধ্যে মাত্র ৪৮টি বেড ফাঁকা রয়েছে।




পবিত্র কোরআন হাতে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন মামদানি
খালেদা জিয়ার মৃত্যুর দায় হাসিনা কখনো মুক্তি পেতে পারে না: নজরুল ইসলাম খান
খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, মানুষের ঢলে সিক্ত, আশপাশ লোকে লোকারণ্য
খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
খালেদা জিয়ার মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন
সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৮২টি
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ
বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী 