রবিবার, ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » এলিট ফোর্স নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি
এলিট ফোর্স নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ এলিট ফোর্স র্যাব ও এর সাত বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
রবিবার (২ জানুয়ারি) সিলেটে পররাষ্ট্রমন্ত্রী নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অভিযোগগুলো এসেছে সেগুলো পুনর্বিবেচনার সুযোগ আছে।
বড়দিন ও নববর্ষের ছুটির পরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাকে নিজে গিয়ে চিঠিটি দিয়ে আসার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
এ বিষয়ে আব্দুল মোমেন বলেন, র্যাব একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং তাদের কারণে সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান ও মানবপাচার কমেছে এবং এই বিষয়গুলো আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।
তিনি বলেন, নিষেধাজ্ঞার পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ হয়েছে। র্যাবের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তারা (র্যাব) ৬০০ লোককে গুম করেছে। কিন্তু আমি তাকে বললাম, আপনাদের দেশে প্রতিবছর লাখের উপর লোক নিরুদ্দেশ হয়। কিন্তু তাদের কেউ গুম বলে না। এছাড়া যুক্তরাষ্ট্রে হাজারখানেক লোককে পুলিশ মেরে ফেলে। সেখানে এটিকে বলা হয় ‘ইন দি লাইন অব ডিউটি’। কিন্তু আমাদের দেশে বলা হয় আইন-বহির্ভূত হত্যা।
তিনি বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি, এটা মনে হয় ঠিক হয়নি এবং এটি পুনর্বিবেচনার সুযোগ আছে। যে কথাগুলো ওনার সঙ্গে হয়েছে সেগুলো আবার চিঠিতে লিখেছি।’




সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর যুদ্ধের হুঁশিয়ারি
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি 