বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন ছেড়ে পোল্যান্ডের দিকে ছুটছেন বাংলাদেশিরা
ইউক্রেন ছেড়ে পোল্যান্ডের দিকে ছুটছেন বাংলাদেশিরা
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ ইউক্রেনে সামরিক হামলার পর রাজধানী কিয়েভের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। তাদের সঙ্গে আছেন বাংলাদেশিরাও। তবে বাংলাদেশিদের গন্তব্য পাশের দেশ পোল্যান্ড।
হামলার পর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও জানা গেছে। তাছাড়া ইন্টারনেট চলছে ধীরগতিতে, তাই যোগাযোগও প্রায় অনিশ্চিত হয়ে পড়ছে। পোল্যান্ড সীমান্ত পর্যন্ত নিজেদের ব্যবস্থায় যেতে হবে, এ কারণে তারা খুবই উদ্বিগ্ন।
ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থানকারী এক বাংলাদেশি নাগরিক জানান, অনেকেই ঘরে অবস্থান করছেন। ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়েছে। দূতাবাসে যোগাযোগের কোনও উপায় পাচ্ছি না। অনেকেই পোল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে গেছেন। ইলেক্ট্রিসিটি যাচ্ছে আর আসছে।
সেখানে অবস্থানরত বাংলাদেশিরা আরও জানান, যেকোনও সময় সব সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে। স্কুল-কলেজ, বাজার-ঘাট সব বন্ধ। মাঝে-মধ্যেই গুলির আওয়াজ শোনা যাচ্ছে।
কিয়েভে থাকা বাংলাদেশি এক শিক্ষার্থী জানান, কিছু বলার মতো অবস্থায় নেই। দোয়া করবেন।
এদিকে বাংলাদেশ সরকার জানিয়েছে, ইউক্রেনে থাকা বাংলাদেশিদের প্রত্যাবাসনের ব্যবস্থা নিচ্ছে সরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বলেন, ‘ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্ত পর্যন্ত বাংলাদেশিদের নিজস্ব ব্যবস্থায় আসতে হবে। পোল্যান্ডে বেশ কয়েকটি জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। সেখান থেকে তাদের বিশেষ বিমান পাঠিয়ে আনা যায় কিনা, সেটি আমরা আলোচনা করছি।
পোল্যান্ডের ভিসার বিষয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যেসব বাংলাদেশি পোল্যান্ডে প্রবেশ করবেন, তাদের যেন অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হয়।’
এদিকে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, পোল্যান্ড বাংলাদেশিদের ১৫ দিনের ট্রানজিট ভিসা দেবে।’




জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ভারত–বাংলাদেশের ভিসা জালিয়াতি, কঠিন হচ্ছে কানাডা: সিবিসির প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০বার ধ্বংস করা সম্ভব: ট্রাম্প
সম্রাটদের সমাধিসহ বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর চালু মিশরে
রুশ সেনাদের আক্রমণপ কঠিন পরিস্থিতির মুখে ইউক্রেন
ট্রাম্পের কাছে যে কারণে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী 