মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক জোট, আমেরিকাকে চীনের হুঁশিয়ারি
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক জোট, আমেরিকাকে চীনের হুঁশিয়ারি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটো জোটের মতো নতুন সামরিক জোট গঠনের প্রচেষ্টার ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে চীন। একইসঙ্গে তাইওয়ান ইস্যু নিয়ে চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে বেইজিং।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর মতো সামরিক জোট গঠন করাই হচ্ছে আমেরিকার আসল লক্ষ্য। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এই খবর দিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই ধরনের সামরিক জোট গঠনের প্রচেষ্টা এ অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সহযোগিতার অভিন্ন আকাঙ্ক্ষার বিপরীত। এই প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।”
তাইওয়ান ইস্যুতে চীন ও আমেরিকার মধ্যে দিন দিন সম্পর্ক তিক্ত হয়ে উঠছে ওয়াং ই আরো বলেন, ওয়াশিংটনের তৎপরতা শুধু তাইওয়ানের জন্য আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করবে না বরং আমেরিকার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে। তিনি আরো বলেন, চূড়ান্ত পরিণতিতে তাইওয়ানকে মূল ভূখণ্ডে ফিরে আসতে হবে।
এক চীন নীতির আওতায় বেইজিং তাইওয়ানকে চীনের অংশ বলে মনে করে এবং বিশ্বের প্রায় সব দেশ চীনের এই অবস্থানকে স্বীকৃতি দেয়। আমেরিকাও চীনের এই নীতিকে স্বীকৃতি দিয়েছে কিন্তু বেশ কয়েক বছর ধরে তারা তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার উসকানি দিচ্ছে। চীনকে এড়িয়ে ওয়াশিংটন তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বিক্রি করে আসছে।




দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী 