সাগরে ট্রলারডুবি: ৭ মরদেহ উদ্ধার
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে সাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরও ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৭ জনের মরদেহ উদ্ধার হলো। এখনো নিখোঁজ আছেন একজন। কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার সকালে কক্সবাজার শহর-সংলগ্ন বাঁকখালী নদীর মোহনার সাগরের বিভিন্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয় জেলেরা ৩ জেলের মরদেহ উদ্ধার করেন। ওই ৩ জন হলেন হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছার।
পরে বিকেলে নাজির হোসেন (২৮) ও নুরুল ইসলামের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ আছেন একই গ্রামের খোরশেদ আলম বাবু (২৮)।
পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, মঙ্গলবার সদর উপজেলার খুরুশকূলের বাসিন্দা জাকির হোসাইনের মালিকাধীন একটি ট্রলার ১৯ জন জেলে নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। ফেরার সময় শুক্রবার নাজিরারটেক পয়েন্টে সাগরে বৈরী আবহাওয়ায় ‘এফবি মায়ের দোয়া’ নামের ট্রলারটি ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয় কোস্টগার্ড সদস্য ও জেলেরা তাৎক্ষণিকভাবে ৮ জনকে জীবিত উদ্ধার করলেও ১১ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে আরও ৩ জনকে জীবিত উদ্ধার করা হয় রাতে। নিখোঁজ বাকি ৮ জেলের মধ্যে শনিবার ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়। আজ উদ্ধার করা হলো ৫ জনের মরদেহ।





যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প
জলবায়ু তহবিলের ২১১০ কোটি টাকার দুর্নীতি: টিআইবি
ভারত–বাংলাদেশের ভিসা জালিয়াতি, কঠিন হচ্ছে কানাডা: সিবিসির প্রতিবেদন
শাপলা কলি’ নিচ্ছে এনসিপি, নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা
সম্রাটদের সমাধিসহ বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর চালু মিশরে
রুশ সেনাদের আক্রমণপ কঠিন পরিস্থিতির মুখে ইউক্রেন
নৌকা’ উপহার নিয়ে বিপাকে উপদেষ্টা ফাওজুল কবির কী করবেন জানতে চাইলেন ফেসবুকে
পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া প্রণয়ন, উপদেষ্টা পরিষদে পাঠানো হবে
৭১-এর হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: জামায়াতে ইসলামী 